নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এ সাঈম সাগর

17

এম এ সাঈম সাগর › বিস্তারিত পোস্টঃ

আভা তোমায় নিয়ে

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৩

আভা তোমায় নিয়ে

-আপনি সব সময় স্যাড গল্প লেখেন কেন?
হঠাত করেই অচেনা আইডি থেকে একটা ম্যাসেজ আসলো।মেয়েটা ত ফ্রেন্ড লিস্টেও নেই,আচ্ছা একটু কথা বলে দেখা যাক,,,,
--জানি না,আমার সব গুলাই এমন হয়ে যায়,
--আজকে থেকে অনেক সুন্দর সুন্দর প্রেমের গল্প লেখবেন,
--আমি ত পারি না লিখতে,,,
--পারেন না মানে কি?আপনি চেস্টা করেন,দেখেন সব পারবেন,,,
--আচ্ছা চেস্টা করবো,
--আর হ্যা আপনার এত ভাব কেন?
--সরি??বুঝতে পারলাম না,,,,,,
--এক মাস হলো ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি,এখনো একসেপ্ট করেন নি কেন?
--আসলে অপরিচিত দের একসেপ্ট কম ঈ করি,,,,
--Huh, বুঝতে পারছি,সব ঈ ভাব,আচ্ছা এখন করেন,,
--হুম, আচ্ছা ঠিক আছে,,,,
--আমি কলেজ এ যাচ্ছি,রাতে এসে যেন সুন্দর লাভ স্টরি পাই,না পেলে খবর আছে কিন্তু,,,,,

কি মেয়ে রে, জীবনে এমন মেয়ে পাই নি,ভয় পেয়ে গেছিলাম।আচ্ছা মেয়েটার নাম কি?সেটা ত জানা হয় নি,আইডি তে ফেক নেইম দেয়া,,বাট গল্প একটা লিখতেই হবে,তা না হলে রাতে এসে আবার জারি দিবে,আমার জারি খাওয়ার কোন ইচ্ছে নাই,তাই চেস্টা করতে লাগলাম,,,আমার গল্পে ছেলের নাম ত রিশান থাকে,মেয়ের নাম চেঞ্জ হয়,কি নাম দিব এই মেয়ের?আভা????আভা নাম টা কেমন?
ভালই হবে মেবি, ,,,,,,,,

--এই যে মিস্টার গল্প লিখছেন?
--হুম,চেস্টা করেছিলাম,বাট ভালো হয় নি তেমন,
---আরে হইছে ভালো,টাইম লাইন এ দেন,
--ভালো হয় নি ত,,,
--আচ্ছা আমাকে আগে সেন্ড করেন,,,
আমি মেয়েটাকে গল্প টা সেন্ড করলাম,পাচ মিনিট হয়ে যাচ্ছে বাট রিপ্লে আসতেছে না ত।আচ্ছা ভালো হয় নি,তাই এমন করতেছে,,যাউক গা,আমার কি, ,,, ,,,,,,,,,

কয়েক সপ্তাহ পর,

--আপনি ত ভালোই,আর খোজ ও নিলেন না একবার,,,
--কিভাবে নিব? আপনি ত আর আমাকে রিপ্লে করেন নি,আমার ম্যাসেজ সিন করে রিপ্লে না দিলে, আমি আর এগেইন নক করি না,বাই দা ওয়ে,আপনার একটা ধন্যবাদ পাওনা আছে,
--কি করছি আমি?
--আপনার কথায় গল্পটা লিখছিলাম যে,সেটা অনেক ভালো হয়েছিল,,সবাই প্রশংসা করেছে।
-হুম বুঝতে পারছি,,বাট আভা কে?
--কেন?আপনিই ঈ ত আভা,আপনি কোন নাম বলেন নি,তাই আভা ভেবে নিছি আপনার নাম,,,,,
-মনে যেন,আজ থেকে আমার নাম আভা ঈ,,এই নামে ডাকবেন,আর সব গল্পে আভা নাম দিবেন,,
--না দিলে কি করবেন?
-- আপনাকে কেটে ফেলবো,,Huh
--আচ্ছা কাটবেন না প্লিজ,আমি আভা নিয়েই লিখবো।
--এই নিন আমার নাম্বার,আমাকে ফোন দেন,
--আপনার দরকার থাকলে আপনি দেন,আমি দিব কেন?

--না,আপনি ঈ দিবেন,আপনার সাথে কথা বলবো আমি, ,
--দিব না,
--না দিলে কিন্তু মাইর দিব

কি ঝামেলা রে,,,কি মেয়ের পাল্লায় পড়লাম,,অতঃপর ফোন দিলাম,
-হ্যালো,
--মিস্টার লেখক, কেমন আছেন?
--দুই মিনিট আগে যেমন ছিলাম তেমন ঈ।
--তার মানে এখনো ভয় পেয়ে আছেন?
--একটু একটু,,,,,,,,,

এভাবেই আভার সাথে পরিচয় আমার,,এর পরে অবশ্য আমার আর ফোন দিতে হয় নি,,বেশির ভাগ সময় ঈ ও নিজেই ফোন দিত আমায়,,,এভাবে একদিন আমাকে প্রপোজ করে ফেলে ও,,,,,,আমায় ওর পিক দেয়,,আমার টাও নেয়,,প্রথম দিকে আমি ভালোবাসার বেপার এড়িয়ে গেলেও,,পরে আর পারি নি,কারন ও আমাকে সত্যিই ভালো বাসতো মনে হচ্ছিল,,,,,,আমিও তাই ভালোবেসে ফেলি,,,,,

এভাবে ভালোই যাচ্ছিল আমাদের ঝগড়ার সহিত ভালোবাসা। ।সারা রাত জেগে ফেসবুকে চ্যাট করলাম,,,পরে ঘুমাতে গেলাম,,,,
পরের দিন সকালে এসে ম্যাসেজ দিলাম,,,দুই তিন ঘন্টা হলো রিপ্লে আসে না,,,ফোন নাম্বার ও অফ,,,
আমি তেমন চিন্তা করলাম না,কারন এসব মাঝে মাঝেই হয়ে থাকে,,,,,রাতেই ঠিক হয়ে যাবে,,,,
কিন্তু না,রাত চলে গেল,তাও রিপ্লে এলো না,,,ফোন নাম্বার ও অন হচ্ছে না,,,আমি অস্থির হয়ে পড়লাম,,কিছুই ভালো লাগতেছিল না,,
আমি যে ওকে কতটা ভালোবেসেছি সেটা এখন বুঝতে পারতেছি।খুব মিস করতেছি।
এভাবে কয়েক দিন চলে গেল।।

হঠাত অচেনা নাম্বার থেকে কল,,,
ওর ছোট ভাই,,,,,
--হ্যালো রিশান ভাইয়া?
--হ্যা বলেন,,
--আপু ত আর নেই,সে এক্সিডেন্ট করেছিল সেদিন,,

আর কিছু বললো না,,,আমি কয়েক বার ট্রাই করলাম ফোন দিতে,বাট রিসিভ হচ্ছে না ত,,পরে নাম্বার টা অফ হয়ে গেল,,,,,,,,,
আভা আমাকে ছেড়ে চলে গেল?
অন্ধকার থেকে আলোয় এনে নিজেই অন্ধকার কবরে চলে গেল?কিছুতেই বিলিভ করতে পারছিলাম না,,,,,খুব কস্ট হচ্ছিল নিজেকে সামলাতে,,,,বাট পেরেছি সামলাতে, ,,আমার লেখার মাঝে আভাকে বাচিয়ে রাখতে হবে,,সে চেস্টাই করে যাচ্ছি,,,

মাঝে মাঝে এখনো কনফিউশন এ থাকি, আভা কি সত্যিই চলে গেছে?নাকি গল্প গুলার মত আমায় মিথ্যা বলে দুরে আছে,,,,,,জানি না কিচ্ছু আমি,,আমি শুধু জানি,আভা আমার ছিল,,,,আমার আছে,,,,শত বার মারা যাওয়ার পর ও আমার থাকবো।কেউ মারা গেলেই যে তার ভালোবাসা কমে যাবে তা নয় ত,,,,,বরং মারা গেলেই বেশি কাছে থাকতে পারে,,,সব সময় আমার পাশেই আভাকে ফিল করি আমি,,,,,,,,,,,,,,,,,,

Sayem Sagor

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.