নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এ সাঈম সাগর

17

এম এ সাঈম সাগর › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ শিশু

২৫ শে মার্চ, ২০১৫ রাত ৮:১১

জীবনের প্রতিটা ক্ষেত্রে হাসান কে অপমানের স্বীকার হতে হচ্ছে,তার সবচেয়ে বড় প্রবলেম সে তার বাবার নাম জানে না।আচ্ছা কেউ কি বাবা ছাড়া জন্ম নেয়?সবার বাবা আছে হাসান এর বাবা নেই কেন।কি অপরাধ তার?কাউকে কেন বলতে পারে না তার বাবার নাম?

চাকুরীর ইন্টার ভিউ দিতে যাওয়ার আগেই সে তার ফ্রেন্ডদের বলেছিল তার চাকুরী হবে না,কারন সার্টিফিকেট এ বাবার নাম দেয়া নেই,সব সময় রেজাল্ট দিয়ে সব কিছু হয় না,সাথে অনেক কিছুই লাগে।সেই স্কুল জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত জীবনের সব জায়গায় সে অপমানিত হয়ে যাচ্ছে,এর চেয়ে হয়ত মরে যাওয়াই ভালো ।কিন্তু হাসান যদি মারা যায় তবে তার মায়ের কি হবে? ?হাসান ছাড়া তো তার মায়ের আর কেউ নেই।অনেক কস্ট করে বড় করে ছে হাসান কে।

রাস্তা দিয়ে সিগারেট এর ধোয়া উড়িয়ে হেটে যাচ্ছে হাসান।তার বাবার নাম নেই কেন?মা কে ছোট বেলা থেকে এই প্রশ্ন টা করা হলেও কোন দিন উত্তর পায় নি।তার মানে কি তার মা একজন খারাপ মহিলা ছিলেন?যদিও খারাপ থেকে থাকে তবুও ওদের পাপের ফল আজ হাসান কে ভোগ করতে হচ্ছে কেন?

আজকে কিছু একটা করতেই হবে।বাবার নাম জানতেই হবে,আম্মুর কাছ থেকে সব জানবেই আজ হাসান,এই ভেবে বাড়ির দিকে যেতে লাগলো,,,
--মা,মা এদিকে এসো,
--হ্যা বাবা,বলো!!,তোমার চাকুরীর কি খবর? এবারো হবে না?
--যার বাবার পরিচয় নেই তার চাকুরী হবে না,,,
আম্মু কিছু বল্লো না,শুধু চোখের জল ফেললো দুই ফুটা,,,,,
--চুপ করে আছ কেন????বল আমার বাবার নাম কি?

হাসান আজো তার প্রশ্নের উত্তর পেল না,,,হয়তো কোন দিন পাবে কিনা তাও সে জানে না,,,,,,,,,,,

হ্যা যে হাসানের কথা শুনলাম আমরা সমাজ তাকে আজ যুদ্ধ শিশু বলে থাকে।আচ্ছা হাসানের মত ছেলেদের দোষ টা কোথায় বলতে পারেন? তার তো কোন অপরাধ নেই।তবুও কেন তাকে সারা জীবন অপরাধের ফল ভোগ করে যেতে হচ্ছে।সমাজ তাদের নামের আগে যুদ্ধ শিশু নামে একটা সিল মেরে দিছে,সারা জীবন সেই বোঝা বয়ে যেতেই হবে।

অন্য সব মেয়ের মত হাসানের মায়ের ও ইচ্ছে ছিল স্বামীর ঘর করার। কিন্তু সেটা তার কপালে ছিল না,২৬ মার্চ রাতে তার বিয়ে হয়, কিন্তু সেদিন রাতেই তার স্বামীকে ধরে নিয়ে তার সামনেই গুলি করে মেরে ফেলে,আর তার উপর চালায় অমানবিক নির্যাতন,আর তা থেকেই জন্ম নেয় হাসান।

হ্যা সমাজের চোখে হাসানের আম্মু খারাপ হতে পারে।বাট আমার চোখে খারাপ সে নয়।সে একজন আদর্শ মা।চাইলেই সে হাসান কে আগেই মেরে ফেলতে পারতো,কিন্তু সে করে নি।কারন একটা জীবন নস্ট করার মত পাপ সে করতে পারবে না,,,,,
এমন হাজারো হাসান আমাদের সমাজে আছে, ,হাসানের মা দের মত লক্ষ মায়ের ত্যাগের বিনিময়ে আমরা আজকের স্বাধীনতা পেয়েছি।যাদের ত্যাগে দেশ পেলাম তারাই কিনা সমাজে অবহেলিত???
তারাই কিনা সমাজের নিকৃস্ট মানুষ হিসেবে পরিচিতি পাচ্ছে? ?প্রশ্নটা সবার কাছে রাখলাম


Sayem Sagor

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.