![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ প্রায়শ পত্রিকা খুললে দেখা য়ায়
অমুক এলাকা বাল্যবিবাহ বন্ধ এবং
জরিমানা। এই বাল্যবিবাহ বন্ধে
অনেক সভা সেমিনার হচ্ছে কিন্তু বন্ধ
হচ্ছে কয়। এই লেখাটি পড়ে অনেকে
আমাকে নারী বিরোধী মনে করতে
পারে।তার পর লিখছি আমার জানা
মতে শহরের তুলনায় গ্রামে
বাল্যবিবাহ বেশি হচ্ছে। এর কারন
হিসেব বার বার সামনে এসেছে
(( মোবাইল ফোন আবার বলছি
মোবাইল ফোন)) কারন হচ্ছে কোন
বাবা মা চায় না তার মেয়ের নামে
কোন বদনাম ছড়াক একটা মেয়ে ক্লাস
সিক্স সেভেনে পড়ে কিন্তু**
মোবাইলে প্রেম করে দুই তিনটা**।
এখই প্রায়শই দেখা য়ায় বাড়ি থেকে
পালিয়ে গিয়ে বিয়ে করছে বাবা
মা সমাজের কাছে হেয় প্রতিপন্য
হচ্ছে। যখন কোন বাবা মা জানতে
পারে তার মেয়ে ফোনেকথা বলে
তখনি তারা মন স্থির করে নেয়
তাদের মেয়ের বিয়ে দিতে হবে
তখনি বাধে বিপত্তি কারন বিয়েটা
বাল্যবিবাহ। আমি মনে করি
মেয়েরা তাদের জিবন তারাই নষ্ট
করতেছে আমি বুঝিনা ক্লাস সিক্স
সেভেনে পড়া মেয়ে কেন এত প্রেম
ভালোবাসা উদগ্রীব। বেগম
রোকেয়া সাখাওত এর একটা উক্তি
আছে '''মেয়েরা মনে করে বিয়ে
হইলে পড়া থেকে রেহায় পাই''।
আসলে কথাটা সত্য। আজ বাংলাদেশ
চাকরির দিখে তাকালে বুঝতে
পারবে মেয়েরা ইন্টার পাশ করলে
যে চাকরি ছেলেরা আনার্স
মাষ্টার্স পাস করলে সেই চাকরি।
আমি বোধোগম্য হয় না মেয়েরা কেন
এত উদগ্রীব। আর মিডিয়া প্রায়শ দোষ
দের তাদের পিতা মাতাদের।কখন
তারা এর মুল কারন অনুসন্ধান করেনা।
এক সেমিনারে একজন অভিভাবক
সেমিনারে লোকজনে প্রশ্ন করলো
যদি আমার মেয়ে পালিয়ে গিয়ে
বিয়ে করে তবে আপনারে কি করবে
আর এজন্যই আমি আমার মেয়েকে
বিয়ে দিব। বাল্যবিবাহর আরও আনেক
কারন থাকতে পারে আর্থিক সমস্যা
পারিবারি সমস্যা। আমি মনে করি
বিয়ে বন্ধ করার জন্য মেয়েরা যথেষ্ট।
I am right or I am right
©somewhere in net ltd.