![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু দিন আগে ভারতের একটি নিউজ পেপারে দেখলাম সেখানে দুজন প্রাপ্ত বয়স্ক অবিবাহিত ছেলে মেয়ের সহবাস ধর্ষণ হিসেবে গ্রহন হবে না। কেন লিখছি বাংলাদেশ এসব ঘটনা অহরহ একটু খোজ নিলে জানতে পারবেন সামনে তো (১৪ ফেব্রুয়ারি) আমি এই দিবসের বিরোধীতা করছিনা বিরোধীতা করছি ভালোবাসার নামে জঘন্য কাজের। ভালোবাসা মানে কি দুই দিনের দেহের আক্ষাংকা তার পর একে আপরকে দোষারপ করা এসব দেখে মনে হয় কেউতো কার লোভে পড়েছিল আর কেউ লাঘবান না হওয়ায় এসব। একটু ভেবে দেখেন জিবনের শেষ মুহুর্তের ভালোবাসার কথা এখন কার ভালোবাসার কথা বলছিনা জিবনের সেই মুহুর্তের কথা ভালোবাসার কথা বলছি যখন বলবে জান আর কিছুদিন থাক চলে যেওনা আর কিছু দিন আর কয়েকটা মাস আর যদি সম্ভব না হয় আর এক ঘন্টা আর ১০ মিনিট আর ২টা মিনিট পরে যাও আর একবার দেখি তোমাকে। এমন ভাবে চলে যাচ্ছ কেমনে বিদায়দেয় তোমার আমার বয়সতো প্রায় কাছাকাছি কালে কালে ৭০ কখন হয়ে গেল টের পায়নি জান। দেহের আকর্ষন কবে শেষ হয়ে গেছে মনের ওই চাহিদা কবে কমে গেছে তোমার চামড়া ঝুলে গেছে চুল সাদা হয়ে গেছে আগের ওই রুপের ছিটেফোঁটা তোমার মধ্যে নাই তারপর তোমায় দেখলে প্রান জুড়ায় না জান আরো দেখতে ইচ্ছে করে। যে মায়া
একদিনে তৈরী হয় নি জান মনে হয় প্রতিটা রাত তোমার হাত ধরে ঘুমার আর হাতটি ধরে ঘুম থেকে ওঠি। কলিজা জুড়ায় না মন ভরে মনে হয় আরো কিছুদিন একসাথে থাকি। জানকে ছাড়া এক মুহুর্ত পৃথিবীতে থাকে ইচ্ছে করে তুমি মারা গেছো তোমার শরিল ঠান্ডা হয়ে গেছে আমার মনে হচ্ছে আমিও মারা যাচ্ছি এটাই কি ভালোবাসা ভালোলাগা। কেন এমন ঘটনা আছে স্ত্রী ১ ঘন্টা আগে মারা গেল স্বামী ১ ঘন্টা পরে এমন আনেক ভালোবার সাক্ষী হয়ে আছে।
***** ধুলি মাখা মাটির মানুষ পথেই পড়ে রই ধুলি খেয়ে তুলে নিবে এমন মানুষ কই*****
©somewhere in net ltd.