![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে দিন ফেসবুকে সামুতে লেখা আমার পরিচিত একজনকে লিংক দিলাম পড়ার জন্য। সে তো না পড়ে উল্টো বলে ব্লগার সাবধান রাস্তাঘাটে কে কখন কোপায়। বুঝলাম না ফেসবুকে যেমন লিখি সামুতে লিখলে সমস্যা কি, তার ধারোনা ব্লগার হলো নাস্তিক। সামুতে আসা প্রায় দুই বছর অতিবাহিত হইছে। এমনো কিছু আমি লক্ষ্য করিনি যা নাস্তিক বা কোপানো। আমার মতে ফেসবুকে সবথেকে বেশী উল্টাপালটা কথা লিখা হয়। তাকে কোনো ভাবে বুঝাতে পারলাম না ব্লগ কোন দোষের না। তার মতো অনেকেই ধারোনা ব্লগ লেখালিখি খারাপ/হারাম। আমার শেষ কথা চলো পাল্টায়।
ফেবু আমি http://www.facebook.com./samimalam.sahabub
২৩ শে জুন, ২০১৭ রাত ১০:২৯
সাহাবুব আলম বলেছেন: নাস্তিক তকমা লেগে গেছে। ধন্যবাদ ভাই
২| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
নাঈমুর রহমান আকাশ বলেছেন: এটা সাধারণ লোকের বুদ্ধির দৌড়। নতুন কিছু নয়।
২৩ শে জুন, ২০১৭ রাত ১০:৩২
সাহাবুব আলম বলেছেন: জ্বী ভাই
৩| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: একদম সত্য কথা, ব্লগার নাম শুনলেই নাস্তিক বলে বসে!!!!
২৩ শে জুন, ২০১৭ রাত ১০:৩৩
সাহাবুব আলম বলেছেন: মানসিকতা আমাদের
৪| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া, মোল্লা শফি ও সাংবাদিক মাহমুদুর রহমান ব্লগারদের কি ডেকেছিল?
২৩ শে জুন, ২০১৭ রাত ১০:৩৩
সাহাবুব আলম বলেছেন: ওই আর কি। ধন্যবাদ ভাই
৫| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
শূন্যনীড় বলেছেন: হা হা হা
ভালো সত্য কথা
২৩ শে জুন, ২০১৭ রাত ১০:৩৪
সাহাবুব আলম বলেছেন: হ ভাই চিন্তাই আছি
৬| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:০৬
Taufik Alahi বলেছেন: আসলে সাধারন মানুষের মধ্যে এই অদ্ভুদ চিন্তার উদয় কিছু মিডিয়া করেছেন।
২৩ শে জুন, ২০১৭ রাত ১০:৪০
সাহাবুব আলম বলেছেন: হলুদ মিডিয়া কাজটা এমন ভাবে করছে আপনি এদের সামনে যতই যুক্তি দাড় করান বা কেন কলা গাছকেই ভোট দিবে। ধন্যবাদ ভাই
৭| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:৩৮
শূন্যনীড় বলেছেন: ভালো বলেছেন।
২৩ শে জুন, ২০১৭ রাত ১০:৩৭
সাহাবুব আলম বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এমন ধারণা টা একটা সময় বেশিরভাগ মানুষের ছিলো,যখন এমন হতো।এখন কমে এসেছে।
তবে,আরো কিছু আশা করছিলাম।