![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা ০৭-০৭-১৭ তারিখের আমাদের ইউপিতে। আজ জানার পর খুব খারাপ লাগলো আমরা কি আজও কি সভ্য। মেয়ের বয়স ১০ কি ১১। মেয়ের বাবা গরিব হিন্দু মুদি দোকানি। ওই দিন তাদের কোন এক
কাছের মানুষ মারা যায়। মেয়ের মা সে খানে যায় বাড়ি ফাকা পেয়ে মুসলিম ছেলে ভুল বললাম পশু। মেয়েকে পরনের লুঙ্গী দিয়ে হাত পা বেধে ধর্ষণ করার সময় মেয়ের বাবা ঘটনা ক্রমে বাড়িতে যায় মেয়ের চিল্লাচিল্লিতে দেখে। মেয়েকে উদ্ধার করার পর ছেলেটাকে মারপিট করে
পরক্ষনে ছেলেটি কিছু লোক নিয়ে গিয়ে মেয়ের বাবাকে পিটায়। রাতে ইউপি চেয়ারম্যান বিচার করে মেয়ের বাবাকে ৮০০০ হাজার টাকা মুচলেকা দিতে হবে
ছেলেকে ২০০০ নগদ টাকা দেয় ছেলে।
বিচারের পর অসহায় পিতা বিচারের আশায় থানায় য়ায় এবং মামলা করে। চেয়ারম্যান কথা আমার বিচার মানিসনি
দেখি তুই কি করতে পারিস। এরা কি আইনের উপরে।
১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০১
সাহাবুব আলম বলেছেন: হয়তো,
২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪০
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: চেয়ারম্যানও নিজের বুদ্ধি জ্ঞানের আসল পরিচয় দিছে !
চেয়ারম্যানের গাঁজা-ট্যাবলেট এ জন্য ফ্রি সাপ্লাইয়ের ব্যবস্থা করে দেওয়া হোক !
১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২
সাহাবুব আলম বলেছেন: ৩ বেলা গাজা দিতে হপে। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এরা আইনের উপরে নয়,তবে আইন এদের নিচেও নয়।