নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাবুব আলম

সাহাবুব আলম › বিস্তারিত পোস্টঃ

এমন রাষ্ট আমরা চাই না

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭



নিজের শিশুকন্যার ধর্ষনের বিচার চাইতে বাবা সংবাদ সম্মেলন করছে। লিখিত বক্তব্য দিতে গিয়ে কন্ঠ জড়িয়ে যাচ্ছে বারবার। মনে হচ্ছে, হাউমাউ করে কেঁদে ফেলবে এখুনি। বাবার কষ্টে অবুঝ শিশুকন্যাটি জড়িয়ে ধরে বাবাকে স্বান্তনা দিচ্ছে। হায়রে আজ দেশ কোথায় যাচ্ছে নিচে নামতে নামতে কোথায় যাচ্ছে । এসবের বিচার চাইতে সংবাদ সম্মলেন করতে হবে কেন এটা সরকারের রাষ্টের দায়ত্বি ।এসব নর পশুদের কেন বিচার হয়না । রাষ্টের পায়ের মাটির যোগান দিচ্ছে এই ধর্ষক রা ।এজন্য হয়তো রাষ্ট এদের বিচার করতে চায় না । আমি আমার সুস্থ সমাজ কোন বাবা চায় না কোন মেয়ের উপর এমন পাশবিক নির্যাতন যেন না হয় ।

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমরা মহা রানী হাচু আপার রাজত্বে বাস করি। এখানে অনেক কিছু ঘটছে যা ভাবিনি আগে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১২

সাহাবুব আলম বলেছেন: হয়তো যর্থাথ বলেছেন ।ধন্যবাদ

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


ঘটনা পরিস্কার হয়নি।

সমাজের অধপতন ঘটেছে গত ৪৭ বছর; উহাকে ভালোর দিকে নিতে কি করতে হবে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৯

সাহাবুব আলম বলেছেন: আমাদের গদির লোভ অত্যাদিক । লোভটা যদি ছাড়তে পারলে হয়তো দেশটা পরিষ্কার হতো । ধন্যবাদ

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: সমবেদনা জানানো ছাড়া কিছু করার নাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৬

সাহাবুব আলম বলেছেন: hoyto. dhonnobad

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আম্লিগ চেতনা নিয়ে ব্যাস্ত। এসব "তুচ্ছ" ঘটনা দেখার সময় নাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৭

সাহাবুব আলম বলেছেন: সহমত

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২

রিএ্যাক্ট বিডি বলেছেন: AJAIRA VALENTINE'S DAY SPECIAL FUNNY INTERVIEW | কঠিন রিপোর্টার*Link:- https://youtu.be/1Ng753Di9Pw

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আমাদের গদির লোভ অত্যাদিক । লোভটা যদি ছাড়তে পারলে হয়তো দেশটা পরিষ্কার হতো । ধন্যবাদ "

-সাধারণ ভাবনা, যেটা আসলে সঠিক সমাধান নয়

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৮

সাহাবুব আলম বলেছেন: হয়তো হা অথবা না। ধন্যবাদ

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘুষমুক্ত পুলিশ ছাড়া উপায় নেই। আল্লাহ আমাদের সবাইকে এমন বিপর্যয় থেকে রক্ষা করুন, আমিন...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৯

সাহাবুব আলম বলেছেন: অবশ্যই। আমাদের হেদায়েত হয়। ধন্যবাদ

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

করুণাধারা বলেছেন: পোস্টটা পড়ে মন খারাপ হয়ে গেল। এইরকম অবুঝ শিশুকে যে ধর্ষণ করতে পারে তাকে সোজা ফাঁসি দেয়া উচিত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৩

সাহাবুব আলম বলেছেন: এদের সাথে কোন ভাবে আপোষ করা উচিৎ না। সহমত । ধন্যবাদ

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: নিউজটা দুইতিনদিন আগে দেখেছিলাম।

আমরা সচেতন না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। উল্লিখিত, এই ঘটনা যে এলাকায় ঘটেছে খুজ নিলে দেখা যাবে সেই এলাকার জনসাধারণ বিভক্ত। কেউ বিশ্বাস করছে শিশুটি ধর্ষিত হয়েছে, কেউ করছে না। আবার কেউকেউ সরাসরি ভুক্তভোগী ফ্যামিলির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমটাই ঘটে আমাদের দেশে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৭

সাহাবুব আলম বলেছেন: আমাদের কিছু টাকা লুভী ব্যক্তি আছে যারা। এসব মামলায় এরা টাকা নিয়ে বিভক্ত হয়ে পড়ে। আমাদের এলাকায় ইউপি চেয়ারম্যান ১০০০০ টাকা বিচার করছিল। এরপর অনেক কাহিনী। হয়তো ঠিক কথায় বলছেন আপনি। ধন্যবাদ

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৪

বিজন রয় বলেছেন: লজ্জা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৭

সাহাবুব আলম বলেছেন: জ্বী

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩১

আমি তনুর ভাই বলেছেন: বুজলাম না, দেশটাকি আবার ৭০ এর দিকেই যাইতেছে নাকি, পাক বাহিনীরাওতো এমন অবুজ শিশুকে ধর্ষন করেছে বলে আমার জানা নেই। আমরা এমন সাধীনতা পেয়েছি যেই দেশে ডেইলি দেশেরি ৪/৫ টা নারী ধর্ষন হবে তবে কিছুই করার থাকবেনা কারো। আমি সবসময় বলে থাকি - অতীত নিয়ে বেশী পাকনামি না করে বর্তমানের উপর পাকনামি করো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৮

সাহাবুব আলম বলেছেন: হয়তো আপনার ভাবনা সঠিক। ধন্যবাদ

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: এখন এমন একটা সময় পাড় হচ্ছে যে একটা এক বছরের মেয়ে সন্তান ও নিরাপদ না।
এই বাচ্চা মেয়ে গুলোকেও যারা রেহাই দিতে পারেনা তারা কি আধো মানুষ নাকি হিংস্র জানোয়ার ।
বিচার হচ্ছে না বলেই এতো ধর্ষণ আর বখাটে র হাতে কপানোর ঘটনা বেশি ঘটছে ।
দেশ উন্নতির জোয়ারে ভাসছে ! বাচ্চা শিশু, আর পুরো মেয়ে জাতি যেখানে নিরাপদ নয় ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫১

সাহাবুব আলম বলেছেন: যথার্থ বলেছেন। এরা উপরে উঠতে উঠতে নিজেদের সর্বেসর্বা ভাবে। এদের টপাটপ ফাসি দিলে ঠিক হবে। ধন্যবাদ

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: অতি দুঃখজনক।
এজন্য সরকার দায়ী।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২

সাহাবুব আলম বলেছেন: অবশ্যই

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

চুলবুল পান্ডে বলেছেন: আমি একটি ইতরের দেশে থাকি
যে দেশে বুদ্ধিজীবী-অধ্যুষিত সরকার
শীতের ইথারের মধ্যে
গরীব মানুষের ঘর ভেঙ্গে দেয়।
আমি একটি ইতরের দেশে থাকি
যেখানে অবশ অক্ষরমালা চিবোতে চিবোতে
কবিরা গরু হয়ে যায়'আমি একটি ইতরের দেশে থাকি
যে দেশে বুদ্ধিজীবী-অধ্যুষিত সরকার
শীতের ইথারের মধ্যে
গরীব মানুষের ঘর ভেঙ্গে দেয়।
আমি একটি ইতরের দেশে থাকি
যেখানে অবশ অক্ষরমালা চিবোতে চিবোতে
কবিরা গরু হয়ে যায়'' - ঋত্কি ঘটক

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

সাহাবুব আলম বলেছেন: দ্বি মত করার সাধ্য আমার নাই অসাধারন । ধন্যবাদ অতি মুল্যবান মতামতের জন্য

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধর্ষনে সঞ্চুরিয়ান যখন সরকারী চাকুরী পায়
অন্যায় কালী পুলীশ যখন রাষ্ট্রপতি পদক পায়
ইয়াবা গডফাদার যখন রাস্ট্র প্রধানের সাথৈ মঞ্চে থাকে
ছাত্রলীগের ক্রমাগত ধর্ষন ঘটনায় কেবল।ি বহিষ্কার নাটক হয়,
খোদ সংবিধান যেখানে স্বৈরাচারের দ্বারা ধর্ষিত হয় -সেখঅনে আম মানুষৈর ধর্ষন উপেক্ষিতই হবার কথা!

চেতনার মোহ ছেড়ে না জগালে বড্ড দেরী হয়ে যাবে! লাথোকা ভুত বাতো ছে নেহী মানতা! কথা আছেনা
যারে লাত্থি দিয়া সরাইতে হইব, তারে মিষ্টি কথা কইলে ঘটনা বাড়তেই থাকেব!!!

১৩ ই মার্চ, ২০১৮ রাত ২:২৯

সাহাবুব আলম বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৬

বরুন মালাকার বলেছেন: আসুন নব নির্মানের জন্য এই নস্ট সমাজ ভেংগে ফেলি, শুরু হোক তবে নতুন যাত্রা...

১৩ ই মার্চ, ২০১৮ রাত ২:২৯

সাহাবুব আলম বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.