![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাচন এলে অনেক মানুষ
ভোটপ্রার্থী হন। রাজনৈতিক
কর্মীরা তো থাকেনই, ঝাঁপিয়ে
পড়েন ব্যবসায়ী এবং অবসরপ্রাপ্ত
অসামরিক-সামরিক আমলারাও। মনে
হয় জনগণের সেবা করা ছাড়া তাঁদের
জীবনে অন্য কোনো অভীষ্ট লক্ষ্য
নেই। এবার প্রায় ১০০০০ হাজার উপর নমিনেশন ফরম বিক্রি করছে দলগুলো। এই সব ব্যক্তির যদি আসলেই মানুষের সেবা করতে আগ্রহী হত তাহলে এই নমিনেশন প্রতি টাকা খরচ না করে মানুষের জন্য করতো। একটা সাধারণ হিসেব যে সব ব্যক্তি ফরম তুলেছে তাহারা যদি প্রতি বছর ১০ জন ব্যক্তিকে সাবলম্বি করার দায়িত্ব নেয় তাহলে ১০ বছরে ১০০০০*১০০=১০০০০০০ মানুষের জীবন যাত্রার মান পরিবর্তন হতো।
কিন্তু যাঁরা ভোট দেন, তাঁরা
আশ্বস্ত হন না। তাঁদের বরং সন্দেহ হয়,
শিয়াল এসেছে বর্গাদার সেজে,
মুরগির বর্গা চাইছে। আশঙ্কা থাকে
এই শিয়াল অচিরেই স্বরূপ ধারণ করবে;
তখন ঠাহর করা যাবে কে এসেছিল
কোন বেশে। তা শিয়াল হোক বা অন্য
কিছু হোক।
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
সাহাবুব আলম বলেছেন: সঠিক কি না জানিনা তবে পরিবর্তন দরকার । ধন্যবাদ
২| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩০
রাজীব নুর বলেছেন: সহমত।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ১০০০০ হাজার কেমন কথা?
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১
হাসান৭৮৬ বলেছেন: ১০০%সঠিক