নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসিত

রক্ষনশীল বিতার্কিক

মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।

রক্ষনশীল বিতার্কিক › বিস্তারিত পোস্টঃ

সেন্টিমেন্টাল ফেসবুক পেজ।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

আমি করছি, আমি বলছি, আমি লিখছি। পড়লে পড়বেন, দেখলে দেখবেন, ইচ্ছা হলে আমার পক্ষে কমেন্ট করবেন, কোন সমস্যা নাই। তবে আমার অপছন্দ হয়, এমন কিছু লেখলে কিন্তু ban করা হবে।

বাপু, এরকম মেন্টালিটি নিয়ে ফেসবুকে পাবলিক পেজ কেমনে চালাও??

ঘটনা ১: নায়লা নায়েমের মার্জিত একটা ছবিতে আমার 'অমার্জিত' কমেন্ট, " একটু ঢেকে ঢুকে রাখলে তো খারাপ লাগে না।"

ফলাফল: উপরে সুক্ষ ইংগিত দেয়া হয়েছে।

মাইন্ড খাই নাই, ধরেই নিয়েছি, ওই দন্ত্য চিকিৎসকের জীবনের সর্বোচ্চ অর্জন আমাদের সানি আপার লেভেলে যেতে এখনো অনেক দূর বাকি।

মাইন্ড খাইলাম আজকে 'মজা লস' পেজের মজার লেভেল দেখে। 'সরকারি' চৌধুরী সাহেবকে আজ প্রাইভেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের চারিত্রিক সার্টিফিকিট দিতে দেখলাম। দশ পার্সেন্ট সত্য, বিশ পার্সেন্ট মিথ্যা আর বাকি সত্তর পার্সেন্ট অপ্রয়োজনীয় কথা মিলিয়ে একটা জগা খিচুরি লেখা উনি লিখেছেন বটে।কিন্তু একশো পার্সেন্ট প্রশ্নবিদ্ধ করেছেন অনেক ভাল শিক্ষকদের ভাবমূর্তিকে। তাই, আমি তার লেখার বিশেষ কিছু লাইনের যৌক্তিকতা নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলাম। কিন্তু চৌধুরীরা নীরব ছিলেন। আমার কমেন্টের উত্তর দিতে পারেন নাই। পারেন নাই ভাল কথা, তাই বলে, আজীবন আমার মুখ দেখা বন্ধ করে দিবেন?? এত অভিমান আপনার?? ভাই, আপনি মেয়ে না হয়ে ছেলে হইতে গে্লেন কেন?? একটু বলবেন।

লেখার জবাব লেখা দিয়েই দিতে হয়। নিজের মতের বিপরীতে কথা বললেই তুই রাজাকার, এই মানুষিকতা পরিহার করেন। যদিও দোষটা আপনার জাতিগত। সেটাই ছরিয়ে পরছে প্রজন্মের পর প্রজন্ম।তবুও বলব, সময়ের চাহিদাই তো পরিবর্তন। তাই, প্রতিবাদের ভাষা শিখে তারপরই questionable সাবজেক্ট সবার সামনে উপস্থাপন করা উচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.