নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসিত

রক্ষনশীল বিতার্কিক

মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।

রক্ষনশীল বিতার্কিক › বিস্তারিত পোস্টঃ

এ মাসের ফেসবুক স্ট্যাটাস ( সংকলিত)

৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

জ়ান ৩০ঃ মশারির ভেতর মশার অভয়ারন্য এবং তাদের সাথে আমার সহাবস্থান।

জান ২৯ঃ অস্থির মনের মধ্যবিত্ত মানুষ ভুল করে একটু বেশী। তাদের কল্পনাশক্তি গভীর হওয়ার কারনে ইচ্ছাগুলোও হয় বাঁধনছাড়া । তারা উচ্চবিত্তের সাথে দুঘন্টা সময় ব্যয় করে যেমন ‪#‎বি_এম_ডব্লিউ‬, ‪#‎ফেরারীর‬ স্বপ্ন দেখে তেমনি নিম্নবিত্তের সাথে দুঘন্টা সময় ব্যয় করলে আবার ‪#‎হাজার_দশেক‬ টাকায় মাসটা ভালোভাবে চালিয়ে নেয়ার স্বপ্ন দেখতে পারে।

বড় খাপছাড়া জীবন তাদের। তাই, এই জীবনটা ফ্রেমে বন্দি করতে গেলে নিজের স্বাভাবিকতা টা হারিয়ে ফেলে তখন ‪#‎অস্তিত্ব্টা‬ অনেকটা খাঁচায় বন্দী পাখির মত মনে হয়।

জান ২৭ঃ যত্রতত্র মডেল-ফুটোগ্রাফার tongue emoticon , ঘরে ঘরে রাজনীতিবিদ, চ্যানেলে চ্যানেলে বুদ্ধিজীবি, পথে পথে সমালোচক।

যা দেখছি তাতে মনে হচ্ছে, এই দেশে প্রতিভা বিকাশের চেয়ে প্রতিভা লুকিয়ে রাখাই বেশি কষ্টকর।

জান ২৪ঃ শেখ হাসিনা দেখতে গেছেন এইটা বড় কথা না। তাকে ঢুকতে দেয়া হয়নি এইটাই বড় ব্যাপার।..............................সম্পূর্ণ অমানবিক।

এইটা নিয়া রাজনীতি করার কিছু নাই। আরো অনেক টপিক আছে রাজনীতির।।

জান ২২ঃ যতটুক জানি, গনতন্ত্র এখন কোমায়।

যতটুক শুনছি, উইদআউট আওয়ামীলীগ সবাই নাকি আতেঁল??¿¿

জান ২১ঃ কখনো কখনো এমন পরিস্থিতি সৃস্টি হয় যেখান থেকে ফিরে আসার কোন সুযোগ থাকে না।

I mean, point of no return..

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

অন্যসময় ঢাবি বলেছেন: great

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

রক্ষনশীল বিতার্কিক বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.