![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।
#তোমাকে লিখবো বলে প্রতিদিন কতবার মেসেজ অপশনে যাই তার হিসেব হয়ত হয়না। তবে এটা জানি, প্রতিবারই একটি শব্দ লেখে ব্যাকস্পেস বাটনে টাচ করে সেখান থেকে বেরিয়ে আসি। ব্যাপারটা যে ভাষার বা ভালবাসার সংকট অনুভব করি বলে ঘটে তা হয়ত নয়।
কারন, বারবার আমি শুধু 'তুমি' তেই আটকে যাই।
# কন্ট্যাক্টে কিছু কিছু নাম্বার কখনোই অরিজিনাল নামে সেভ করা হয় না। অদ্ভুত কিছু নাম থাকে সেগুলোর। মাঝে মাঝেই চোখ পরে। মনে করিয়ে দেয়, অতি সাধারন একজন মানুষের গল্পটা।
# শুনলাম, সারারাত ছেলেটির সাথে কথা বলে শেষরাতে ফোন রাখতে মেয়েটির খারাপ লাগে অনেক।
দেখলাম, সারাদিন একসাথে ঘুরে ফিরে শেষবেলা মেয়েটির হাতটি ছেড়ে আসতে ছেলেটির ইচ্ছে হয়না একদমই।
# উচু দেয়ালটির ওপাশে নাকি স্বপ্ন কেনা-বেচা হয়। ছোট, বড়, মাঝারি মাপের স্বপ্ন। ভিন্ন ভিন্ন রঙের স্বপ্ন। উন্মাদ ছেলেটি সেখানে গিয়ে অনেক কষ্টে একটি স্বপ্ন কিনে এনেছিল।
স্বভাবতই, সেটি একটি স্বপ্নহীন রাত।
# শীতকাল, শেষরাত্রি। নির্ঘুম চারটে চোখে অসংখ্য স্বপ্ন আর ইচ্ছার সিড়ি। বালকের ক্লান্তি ও বালিকার অভিমান ভেঙে অবশেষে অতিপরিচিত সেই ঠোটেই ভালোবাসার পুনরাবৃত্তি।।
# তোমার জন্য রাতের আকাশ আলো জ্বেলে অপেক্ষা করছে।
তোমার জন্যই ভোরের শিশির ঘাসের সাথে কথা বলছে।
তোমার জন্য সময়টা এসে বিকেল বেলা থেমে যাচ্ছে।
তোমাকে ঘিরেই একঝাঁক ইচ্ছে স্বপ্ন ডানায় উড়ছে।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৩
eng বলেছেন: [chill guy clicker](https://chillguyclicker.org) is the place where you can leave all your stress behind and relax, one click at a time.
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৪
eng বলেছেন: [google](https://google.one/)
[url=https://google.one]google[/url]
google
[link=https://google.one]google[/link]
[link name=google]https://google.one[/link]
((https://google.one)/)
((https://google.one/ google))
[https://google.one/ google]
[[https://google.one/ google]]
[L=google]https://google.one[/L]
google:https://google.one/
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
সুকন্যা ইলোরা বলেছেন: ভালো