নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসিত

রক্ষনশীল বিতার্কিক

মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।

রক্ষনশীল বিতার্কিক › বিস্তারিত পোস্টঃ

একটি হুজুগি পোস্ট

৩০ শে মে, ২০১৬ রাত ১১:৫৯

প্রশ্ন: জিপিএ ফাইভ কি ও মানুষ কেন জিপিএ ফাইভ পায়?
ক) এটি একটি ট্রেন যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রতিদিন সকাল নয়টায় নেপালের রাজধানী নেপচুনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
খ) একটি বই যা মানুষকে পিথাগোরাসের উপন্যাসের সাথে পরিচয় করিয়ে দেয়।
গ) একটি ফর্মুলা যার সাহায্যে মানূষ যেকোনো ভাষাকে খুব সহজেই আরেক ভাষায় রুপান্তর করতে পারে।
ঘ) একটি টর্চ লাইট যেটিকে ডাক্তাররা অপারেশনের সময় কেঁচি খুজতে ব্যবহার করে।
ঙ) ওপরের সবগুলই।
উত্তর যাই হোক, খেয়াল করুন। আপনি সহ আরো কয়েকজন ব্যাক্তি একটি টং দোকানে চা খাচ্ছেন। তাই নিয়ে এক রিপোর্টার নিউজ করল।
শিরোনাম "জেলখানার ভবিষ্যৎ কি।"
বিস্তারিত "আমরা এখন কথা বলব কয়েকজন ফেরারি আসামির সাথে যারা ঢাকা মডেল থানার সামনে বসে চা পান করছিলেন।"
এখন কথা হল আপনি যদি জেলও পালাতে পারেন, আবার থানার সামনে বসে বসেই আড্ডা দিতে পারেন। তার মানে আপনি বিশেষ কিছু অথবা বিশেষ কোন কিছুর মধ্যে আপনি আছেন।
তাই, না জানার দোষটা হয়তো আপনার। তবে না পড়ে, না জেনে জিপিএ ফাইভ পাওয়ার ব্যাপারটা একটু কনফিউজিং।
তাহলে,দোষটা আসলেই কার??
পুরাটাই ওই ছ্যাঁচড়া সাংবাদিকের?? না আরো কিছু আছে?
হয়তোবা আছে হয়তোবা নাই।
তবে আপনি যদি আসামিই না হন, জেলেই না গিয়ে থাকেন। তাহলে কিভাবে আপনি জেল থেকে পালালেন।??
কিন্তু নাহ, বিষয়টা আসলে আরেকটু জটিল হয়ে যাচ্ছে। কারন, আপনি এর আগে আরো দুইবার জেল পালিয়েছিলেন। একবার পি এস সি জেল। একবার জে এস সি জেল। একটু সহজ হয়েছে কি?? হ্যা, ধরতে ঠিকি পেরেছেন।
এদেশের শিক্ষা ব্যবস্থা, শিশুদের জন্য একটি আধুনিক জেলখানা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১২

hebemiley বলেছেন: I will try to do it! It is really fun to join Incredibox Colorbox Mustard

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১২

eng বলেছেন: [url=https://chillguyclicker.org]chill guy clicker[/url] is the place where you can leave all your stress behind and relax, one click at a time.

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১২

eng বলেছেন: No need for complex strategies, no competition – just tap and let chill guy clicker bring the fun to you!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.