![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে সব মেয়েরা প্রেম টেম করছো #huhahaha তাদের বলি- ভালোবাসা খুব পবিত্র একটা ব্যাপার, আবার সেটার মোড়কে চরম নোংরামি করবা কিনা তুমিই জানো। তোমার ভার্জিনিটি যদি এতই মূল্যবান হয় তোমার কাছে তাহলে সেটা নিয়ে জুয়া খেলা বন্ধ করো। আর যদি আগে "আমার শরীর আমি যা খুশি তাই করবো" টাইপের চিন্তাভাবনা থাকে তাহলে পড়ে যখন ছেলেটা তোমাকে ছেড়ে চলে যাবে তখন এমনভাব করোনা তোমার সব কিছু শেষ!! তুমিও ছেলেটার মত "কিছুই হয় নাই" এরকম ভাব করে অতীত ভুলে সামনে এগিয়ে যাও, কারণ তুমিও জানো যেহেতু নিজেই তার হাতে শরীর সঁপে দিয়েছিলে, এখন তোমার হাহাকার কেউ শুনবে না। এই সমাজে রুবেলরাই বরাবর নায়ক থাকবে, হ্যাপিরা হাজার মামলা মোকদ্দমা করলেও শেষমেস "মাগী" উপাধি পেয়ে বসে থাকতে হয়। সো আবেগের ঠেলায় কিছু করে বসার আগে আরেকবার ঠান্ডা মাথায় সব কিছু ভেবে দেখো, মন থেকে ভালোবাসার জন্য বিছানায় যাওয়া তো দুরের কথা, স্পর্শ করাও প্রয়োজন হয় না। আর যে "তুমি আমাকে বিশ্বাস করো না? এই তোমার ভালোবাসা" টাইপের বুলশিট বলে তোমাকে বিছানায় নিতে চাচ্ছে জেনে রাখো সে তোমার কোমল শরীরের লোভেই তোমার কাছে এসেছে, তোমার মন নিয়ে তার একটুও মাথা ব্যাথা নাই, একটুও না!!
©somewhere in net ltd.