নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে ভালোবাসি। চেষ্টা করি বাস্তবায়ন করতে।

স্পর্শহীন কিছুদিন

বয়সটা দিন দিন শুধু বাড়তেছে। ডিজিটাল বাংলাদেশের কথা শুইনা মরতে ইচ্ছা করতেছে না। হায় হায় ডিজিটাল বাংলাদেশ দেখতে পারমু তো!!!!??? [email protected]

স্পর্শহীন কিছুদিন › বিস্তারিত পোস্টঃ

নতুন নামে ফিরে এলো টরেন্টজ।

১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০০


torrentz2.eu নামে ফিরেছে ইন্টারনেট ব্যবহারকারীদের জনপ্রিয় এই মেটা-ডাটা সার্চ ইঞ্জিন। স্বাভাবিকভাবেই নতুন উদ্যমে নিজেদের পছন্দমতো বিভিন্ন কনটেন্ট সেখান থেকে ডাউনলোড করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। দিন কয়েক আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল বিশ্বের বৃহত্তর ভিডিও ডাউনলোড সফটওয়্যার কিকঅ্যাস (KickAss Torrents)। বিশ্বজুড়ে এই ঘটনায় আলোড়ন উঠেছিল। তবুও, মেনে নিতে হয়েছিল অবশেষে। অনেকটাই রোখা সম্ভব হয়েছিল পাইরেটেড ভিডিও ডাউনলোড। আর এবার সেই তালিকায় সকলকে চমকে দিয়ে বন্ধ হয়ে গেল Torrentz.eu সার্চ ইঞ্জিনটি। বিশ্বের সবথেকে বড় সার্চ টোরেন্ট Torrentz.eu। এর মাধ্যমে প্রতিদিন কয়েক লাখ ভিডিও, সিনেমা বা গানের অ্যালবাম ডাউনলোড করা হয়।

তবে, হঠাৎই, ওই সার্চ ও ডাউনলোড ইঞ্জিনটি একটি ম্যাসেজ দিয়ে জানিয়ে দেয় তারা তাদের পরিষেবা বন্ধ করে দিচ্ছে চিরতরে। আর এর ফলেই Torrentz.eu-এর ব্যবহারকারীদের মাথায় হাত পড়েছিলো। তবে সব থেকে বড় খবর এখন আগের মতোই পাওয়া যাচ্ছে টরেন্টের সকল ফইল torrentz2.eu সার্চ ইঞ্জিনটিতে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬

সুমন কর বলেছেন: ভাল খবর !

১১ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৬

স্পর্শহীন কিছুদিন বলেছেন: হুম । অবশ্যই ভালো খবর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.