![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতে বাঙালি,ধর্মে ইসলাম আর ব্যবহারে বাদশাহী
ডলাডলি করে গলাগলি ধরে;
প্রেম নিবেদনে ব্যস্ত দুজনে,
হাটাহাটি করে লাঠালাঠি করে
ক্লান্ত সফরে মিষ্টি ভোজনে।
পরদিন থেকে খোজ নেই কারো;
নতুন প্রেমের নেমে সন্ধানে।
এর নাম বুঝি প্রেম ট্রেম সব!
যাচ্ছে চাচ্ছে দিন রসাতলে।
সব বুঝি সুঝি তাও প্রেম খুজি;
বেলকুনি আর নিল কার্নিসে।
ফাকা ফাকা লাগে, ঢাকা ঢাকা লাগে,
প্রেম নেই মন একা একা লাগে।
এই সেই হল প্রেম ট্রেম নামে,
রম রমা সব গল্প স্বল্প।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
নজসু বলেছেন: রসালো।
মজা পেলাম।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
সাহিদুর রহমান তুর্য বলেছেন: মাহমুদুর রহমান -ধন্যবাদ ভাইজান।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
সাহিদুর রহমান তুর্য বলেছেন: নজসু - আমি ও আনন্দিত দাদা।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।