![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতে বাঙালি,ধর্মে ইসলাম আর ব্যবহারে বাদশাহী
ওরা বলে,ওরা তোমার আমার মুখ থুবরে দিবে;
ওরা বলে, ওরা তোমার আমার স্বাধীনতা কেড়ে নেবে।
ওরা বন্য, ওরা নরমাংস ভোজন করে রোজ আহারে;
ওরা খুন নেয়,দেয় আত্মাহীন শরীর।
ওরা সৃষ্টিকর্তা কে অবিবেচক মনে করে প্রতিকর্মে,
ওরা অবিচারক,ওরা নেই তোমার আমার ধর্মে।
ওরা তবুও বাস করে মানচিত্রে অকপটে;
ওরা তোমায় আমায় চিত্র বানায়,বন্দি করে দৃশ্যপটে।
ওরা পাষণ্ড, ওরা প্রতিনিয়ত ঠকায় কচি মুখ;
ওরা খুদার্থ আহারের আগেও পরে,নেই পিঠ আর বুক।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
সাহিদুর রহমান তুর্য বলেছেন: স্যার, আপনার মন্তব্য পেয়ে আমি খুবই আনন্দিত।দোয়া করবেন।ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
সনেট কবি বলেছেন: বেশ