![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
1ম কবিতা
একা প্রেম মোর ছুটিবে কেবলী নীচু প্রান্তর বেয়ে,
সে কভু উর্দ্ধে আসিবে না উঠে, তোমার পরশ চেয়ে।
চাই না তারে, বুকে চাপা থাক, আমার বুকের ব্যথা,
যে বুক শূন্য নয় মোরে চেয়ে, হতে চাই না ভার সেথা।
সে যদি না ডাকে কি হবে ডুবিয়া, ও গভীর কালো নীরে,
সে হউক সুখি , আমি রচনা করে যাই সৃতির ঘরে।
মোর বেদনা বুকে চাপিয়াছি, সেই পাষানীর বেদনার ভার,
তা দিয়ে রচনা করিব, ওই পাষানী দেবতার (নাম)।
©somewhere in net ltd.