নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান।

সাইদুর রহমান ৫৫৬৭৮৮

ঢাকা েকন্টনেমন্ট ঢাকা-১২০৬ চাকুরী- সমভায় প্রিতষ্ঠান

সাইদুর রহমান ৫৫৬৭৮৮ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন দেশে স্বাধীণ বিচার

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

স্বাধীন দেশে স্বাধীন বিচার এবং বিচার পতী হওয়া চাই। বিচার পতী মানে এটা নয় যে বিরুদি দলের কোন নেতার বিচারের খেত্রে সরকারের মূখের দিকে তাকিয়ে থাকতে হবে। আওয়ামিলীগ তো ভালোই আছে তাহলে মাননীয় প্রধান মন্ত্রীর সমস্যাটা কোথায়? আপনার অসন্তুষ্টতার মূল বিষয়টি জাতীর কাছে পরিষ্কার নয়। তা না হলে আপনি পার্লামেন্টে বিএমপি নেতা মির্জা ফখরুল এর জামিন দেওয়ার ব্যপারে বিচার পতীদের ইংঙ্গীত করে এ ধরনের বক্তব্য দিতেন না। মিস্টি কথার আরালে সুন্দর একটা হুমকি লোকিয়ে আছে তা কি আমরা বুঝি না। আর পার্লামেন্টের বিষয়তো বিচারপতীদের বিচারের ধরন বা পরিচালনার কোন বিষয় না। আইন নীরপেখ আইনের চোখ বাধা থাকে সেখেত্রে আপনার এ ধরনের পরামর্শ সমিচিন নয়। আপনার এ ধরনের বক্তব্যর মধ্য আপনার চাওয়া এবং ইচ্ছাটাও প্রকাশ পেলো। তবে এটুকোই বলবো খমতার অপব্যবহার করবেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.