![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়মনসিংহে দুর্নীতির মহরা শুরু হয়েছে।
দুর্নীতির মহরা শুরু হয়েছে ময়মনসিংহ জজ কোডে এতে অংশ গ্রহন করেছে ময়মনসিংহ জজ কোড ও দায়রা জজ এবং বাছাই কমিটির সদস্য সহ মন্ত্রী পরিষোদের আরো অনেকেই। সেই মহরা দেখতে গেলারী ভর্তী দর্শকের ভূমিকায় আছেন হাজার হাজার নিয়োগ প্রার্থী। মহরার বিশেষ পদ্ধতি সমূহ হলো ঃ—
আবেদন পত্র বাছাই পর্বের পর প্রার্থীকে পরিক্ষায় অংশ গ্রহন পত্র প্রেরন করা হয় কিন্তু সেখানে কি পরিক্ষা নেওয়া হবে ( লিখিত নাকি মৌখিক ) তা সু-স্পষ্ট ভাবে উল্লেখ্য করা হয় নাই। সেই পত্রে শুধু পরিক্ষার তারিখ স্থান ও সময় উল্লেখ্য করা হয়েছে। তারিখ শুক্রবার সকাল 9.00 ঘটিকা যাই হোক সকাল 9.00 ঘটিকায় লিখিত পরিক্ষা নেওয়া হয়। পরিক্ষা চলে 9.00 থেকে 10.00 ঘটিকা পর্যন্ত। এর পরই মহরার আসল চিত্র ফোটে উঠে। কমিটির সদস্যরা পরিক্ষার শেষে বলতেছে পরিক্ষার ফলাফল আজ বিকাল 4.00 ঘটিকায় দেওয়া হবে। তার মানে তারা প্রায় 4000 হাজার ছাত্র/ছাত্রীর খাতা 6 ঘন্টার মধ্যে দেখে ফলাফল প্রকাশ করবেন। যদিও বোর্ডের খাতা এত দ্রুত দেখা সম্ভব হয়না কারন সেটা 5 টাকা পিস । তারপর ফলাফল প্রকাশ করা হলো সন্ধ্যা 7.00 ঘটিকায়। আর ঘুষনা দেওয়া হলো পরের দিন মানে শনিবার বিকাল 4.00 ঘটিকায় মৌখিক পরিক্ষা নেওয়া হইবে। কি আর করার শুক্র বার লিখিত আর শনিবার ফলাফল সহ মৌখিক পরিক্ষা তাদের শর্থ মোতাবেক পরের দিন মানে শনিবার বিকাল 4.00 ঘটিকায় উপস্থিত হলাম ফলাফল দেখে ও মৌখিক পরিক্ষা দেওয়ার জন্য কিন্তু তখন তারা বলতাছে মৌখিক পরিক্ষা সখাল 9.00 ঘটিকায় নেওয়া হয়ে গেছে এখন আর কোন পরিক্ষা নেওয়া হবে না। এ সবই জেন সুষ্ঠ পরিকল্পনার সফল।
এবার আপনারাই বলেন এ মহরার পারফরমেন্স কেমন? এবং বিচার বিভাগের বিচার কার্জের ভবিষৎ কি?
©somewhere in net ltd.