নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইটা একটা বালচাল (কাব্য বলিত)

ফান তুফান

নিজের সম্পর্কে বলার মতো কিছুই নাই, আহা যদি থাকতো...

ফান তুফান › বিস্তারিত পোস্টঃ

একজন জয়া আহসান!!

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

জয়া আহসান বাংলাদেশে থাকবেনা মর্মে কে বা কাহার বিবৃতি দিয়েছে তা জানা না গেলেও এটা স্পষ্ট যে অনেক অদৃশ্য ঘোড়া হাতি দৌড়া দোড়ি করতেছে এদিক সেদিক। জয়া যোনিকে যোনি আর ------ বলেছে প্লাস অভিনয় করেছে ব্যস, এটাই কিন্চত অশ্লিলতা থাকলেও এটা একটা মামুলি বিষয়। আজকাল যে বাংলা অভিনয় শিল্পীরাও বালেগ হয়েছে তা কিন্তু আরো নামি দামি শিল্পীরা দেখাচ্ছেন হরহামেশায়। যার সানি লিয়নের নামে প্রকাশ্যে নাক চিটকায় তারাও নাইট শোতে সানিকে দুচোখ ভরে দেখতে চায়। সানি লিয়ন অকপটে বলতে পারবে বাংলাদেশে তার বেশ ভক্ত আছে, নাই কি!
রীতিমত চুচিল সমাজ হয়ে গিয়ে বলা যায় জয়ার মত জাতীয় এওয়ার্ড পাওয়া শিল্পীর এমনতর অভিনয় বাংলাদেশের স্বনামধন্য শিল্পীদের নাম খর্ব হয়েচে। এভাবে কি দেশের শিল্পী দেশের বাইরে গিয়ে ছোট হয়েছে নিজে ছোট করেছে দেশকে দেশের সংস্কৃতিকে, গেলো দেশটা রসাতলে।
তার উপরে দ্বিধাবিভক্ত হয়ে পড়া মিড়িয়া গুলার ভুমিকা দেখলে আজকাল মাথা বিগলে যাবার দশা। আরো আছে এফবিতে আতেল সম্প্রদায়।
আসলে জয়া একজন শিল্পী, ভাল মানের, যে মানের শিল্পী তার বিচার বিবেচনা আছে, আছে তার সংস্কৃতির ভাবনা, আছে তার অতিত বর্তমান এবং তার ভবিষ্যত। স্বাধীন পৃথিবীতে আছে তার স্বধীন চিন্তা, কতটুকু গেলে তার সীমা অতিক্রম হবেনা সে জানে। একটা জায়গায় অভিনয় করে বারবার রিভিউ করা কাটিং চাটিং সব মিলিয়ে সব পর্যায়ে গ্রহন বর্জন অন্যদের ছেয়ে সে নিজের ভাল নিজে বুঝবে। একজন মানুষ একটি পরিবার একটা সমাজ একটা দেশ যদি একজন শিল্পী হয়ে উঠা ব্যক্তির কাছে চাইতে পারে অনেক কিছু তাই তার উপর ছেড়ে দেয়া-ই হবে সবথেকে সিম্পল সব থেকে ঝামেল মুক্ত।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৬

বিপরীত বাক বলেছেন: যারা সানি লিয়নের নামে প্রকাশ্যে
নাক চিটকায় তারাও নাইট শোতে
সানিকে দুচোখ ভরে দেখতে চায়।

সহমত।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

ফান তুফান বলেছেন: আজ্ঞে

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

রুদ্র জাহেদ বলেছেন: যার সানি লিয়নের
নামে প্রকাশ্যে নাক চিটকায় তারাও নাইট
শোতে সানিকে দুচোখ ভরে দেখতে চায়।

হুম

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

ফান তুফান বলেছেন: হুম সাবাস

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই দেশ প্রভারে যখন মাইনা নিছে, তাইলে জয়ারেও মাইনা নিব :P

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

ফান তুফান বলেছেন: মাইনা নিলে ক্ষতি নেই, ক্ষতির যা আছে তা আমরা ওয়স্টার্ন কালচারের কাছে দিয়ে নিয়েছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.