নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইটা একটা বালচাল (কাব্য বলিত)

ফান তুফান

নিজের সম্পর্কে বলার মতো কিছুই নাই, আহা যদি থাকতো...

ফান তুফান › বিস্তারিত পোস্টঃ

বিনার প্রেম প্রেম (অমিমাংসিত পর্ব)

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২১

প্রেমিক পুরুষ বলে কথা তাই একটা প্রেম খতম হতে না হতে আবার শুরু করল সানি। বিনা বাজতে বাজতে সানিতে এসে ধরা, আর যায় কোথায় । যেখানে আর দশটা মেয়ে সানির কথায় জেগে স্বপ্ন দেখে সেখানে বিনা স্রেপ একটা সাধারন মেয়ে হয়ে কট খেতেই পারে, স্বাভাবিক। হুমায়ন আহমেদের কথা সানি আর বিনার মনে ধরলনা, ধরলেইবা কি! আজকাল ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকার না বোঝার ভান করে এগোই ফলে যা হবার তা হয় আবার যা না হবার তাও হয়। হুমায়ন এ বলেছিলেন ছেলে আর মেয়ে ব্ন্ধু হতে পারেনা আর যদিও হয় কোন না কোন সময় তারা প্রেমে পড়বেই।
যদিও সানি জানতোনা বগু বিনার বয়ফ্রেন্ড বিনাতে সুর তোলে অভিরাম। হা রামির সেকাল একাল পরবর্তীকাল বিনাতে দিয়ে বসে আছে। তো! বিনা কি আরেকটা প্রেম ট্রেম করতে যাচেছ সানির সাথে! জানু খিলাডি হয়ে সানি বুঝলোনা! নাকি সানির কাছে এটা গেম। হতে পারে, নাও হতে পারে।

......চলছে

মন্তব্য -১ টি রেটিং +০/-০

মন্তব্য (-১) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.