নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইটা একটা বালচাল (কাব্য বলিত)

ফান তুফান

নিজের সম্পর্কে বলার মতো কিছুই নাই, আহা যদি থাকতো...

ফান তুফান › বিস্তারিত পোস্টঃ

যে নাটকের বিষয়বস্তু আর শিরোনাম থাকে না।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২

আবর্জনার স্তুপ থেকেও বের কের নিয়ে আসা যায় দামী কিছু। ডুবুরি মুক্তা খুজেতে গিয়ে পাথরের দিকে তাকিয়ে থাকেনা মুক্তা খুজে। কিন্তু আমরা আটকে আছি কোথায় যেন! যেখানে আমাদের স্বত্তা শুধু পক্ষ খোজে বেড়ায়। সেকে ভালো-টা তুলে নিয়ে আসতে আমরা পারিনা।
কিছু একটা সামনে আসলো আমাদের আর আমরা পারতাম এটার সার নিয়ে হোকনা মন্দের ভাল তবুও প্রেরানা যোগাচ্ছে এই ভেবে আমাদের তাই দুহাত ভরে নিবো- কিন্তু না! দ্বীধা ভিবক্ত হতে আমাদের সময় লাগেনা। সমালোচনা আমাদের মানায়না তবুও আমরা এটাই বেশি করি। জুকারবার্গ সুযোগ করে দিল তাই আমরা কর্তব্য করলাম । একটা সুযোগ! সকল ব্যধি আমরা সরাতে পারবোনা কিন্তু কিছুতো পারবো। তারউপরি রাজনীতি থেকে টক নিয়ে আর ধর্মীয় গোড়ামী থেকে ঝাল নিয়ে আচার বানিয়ে কয়েকদিন চলব বেশ। তারপর আরেকটা টপিকস আসবে আমাদের সামনে সেটা নিয়ে আবার সরগরম থাকবো তার পর একদিন নি:শ্বাস শেষ মাটিতে মিশে যাবো! যবনিকা।
আজ ফ্রান্সে কাল ওখানে এরপর এখানে ঘটেই চলবে। আমরাতো দর্শক। চুড়ি পরে থাকি আর টক মারি। মহাস্বর্থক আমরা। সন্ত্রাস প্রশ্নে সবাই মুখে একজোড় হয়ে যায় আবার ৩য় পক্ষ হয়ে ভেটো দিতে থাকি, রাজনীতি আর ধর্মীয় পূর্বসুরীদের তেরি করে দিয়ে যাওয়া শোধের প্রতিশোধ করার নিমিত্বে আমরা পক্ষ তৈরি করি, এক পক্ষ আরেক পক্ষকে সন্ত্রাস বানাই, বেশ চলছে আমাদের। ক্লাইমেট, এপিসূড ঘুরে ফির আসছে তফাত শুধু কারো কারো জন্য এটা ফাইনালাইজেশন এটা ছাড়া আর কোন পরিবর্তন নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.