![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেচারা মধ্যম আয়ের কর্মচারী। অনেক কিছু সইতে হয় মাগার অনেক কিছু কইতে পারেনা। পৃতৃহীন পরীবারের বড় ছেলে হয়ে আছে এক মহা ঝামেলায়। আরো দশজনের মত তারো স্বপ্ন থাকা স্বাভবিক। পাছে ফ্যামিলির সামগ্রীক সংকট স্বপ্ন স্বপ্নই থেকে যায়। টেনশন চরম। স্ত্রীর দেওয়া হিসাব শুনেও চুপ করে থাকেত হয়, অনেকক্ষন বলেত পারেনা কিছু। মা ছোট বোন আর তিন ভাই। ছোট মনে হলেও আয়ের তুলনায় বড়।
ভাবীর বড় দেবর হয়ে মাঝে মাঝে শুনতে থাকে ভাবীর(স্বামীর সাথে) কান্না মাখা তর্ক। নিজেকে নিজে সবার কাছে বোঝা মনে করলেও কিছু করার নেই। মাস্টার্স কমপ্লিট করে চাকুরীর খোজে আছে বেচারা । চাকুরী আর হয় হয় না। যখন ভাবী লম্বা একটা লিষ্ট নিয়ে হিসেব করতে থাকে মুদি-৫০০০, বাসা ভাড়া ৮০০০, গ্যাস-৬৫০ বিদ্যুত ৫৫০, মাছওয়ালা ১০০০, দুধওয়ালা ৪০০, কর্জ ২০০০, গতমাসের বাকী সহ আনুসাঙ্গীক সর্বমোট ১৭০০০ হাজার টাকার হিসেব দিতে গিয়ে কর্তার দেয়ার অর্থের অবশিষ্ট না দেখে রাগ করে বলে কালই আমি বাপের বাড়ি চলে যাব তোমার সংসার তুমি চালাও তখনও দেবরটি লা জবাব হয়ে শুনে থাকে, হয়তো মনে মনে কোন সংকল্প করে থাকতে পারে। ---
©somewhere in net ltd.