![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক সময়ের নারীবাদী কোন এক সংগঠনের স্লোগান ছিল "নারীর চোখে বিশ্ব দেখ"। আই লাইক ইট মোস্ট। আজ আমি আমার মত করে বলি আমার চোখে বিশ্ব দেখি। আমি তাদের মত যারা আমার মত ভালমন্দ দেখে। আমার চোখের ভালমন্দ হাসিকান্না আমি উপভোগ করতে চাই। কাদতে কাদতে হাসা বা হাসতে হাসতে কাদা অনেকেরি হয়, আমারো হয়। ভাল লাগে ভূগোলের সাথের ইতিহাস, বায়োলজির সাথের ক্যামিক্যাল, আর প্রয়োজনের জন্য গণিতের সাথের প্রযুক্তি । আর এসবের যোগের ফলে যদি একটা কবিতা মাখা সাহিত্য হয় তাহলে মন্দ কি! সেই একটা সাহিত্য যদি শেষ হয়েও না হয় শেষ তা হলে আরো ভাল। জীবন!! ম্যালডি + এ্যকশন
©somewhere in net ltd.