![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সঙ্গীত গবেষক ও রাষ্ট্রচিন্তক
সাইফুল বিন হানিফ ঃ
তোমার চোখের জলে ভেসে যায় মেঘপুঞ্জ
তোমার কান্নার শব্দে স্তব্দ হয় নগরের কোলাহল
তোমার মিষ্টি বোকামোয় ঝাঁকুনি দিয়ে উঠে পায়ের নিচের মাটি
ভাল, লক্মী, রোম্যান্টিক, সৃজন-শৈল্পিক তুমি
না না আরো আরো অনেক গুনে গুণী তুমি বালিকা
চোখের অবগাহনে না পড়লেও
মন জুড়ে স্মৃতিময় বসন্ত তুমি
ভাল থেকো, তুমি ভাল থাকলেই
ভাল থাকি আমি-আমরা
ভাল থেকো কবি-কবিতা-স্বপ্ন-ইচ্ছা-সাহস-আশা
বালিকা জান?
আজ শিমুল গাছে কোকিল ডাকে তোমার সুরে
কবে আসবে?
হেরে পাগলি আমি আসছি
শুন্য পকেটে ঘুরবো তোকে নিয়ে
আগারগাও,ফার্মগেট,বাংলামটর,পরিবাগ,শাহবাগ মাড়িয়ে যাব বইমেলায়
অভিজিৎ এর রক্ত মাখা টিএসসি”র মোড় থেকে কিনে দিব কাঁচের চুড়ি
তোকে নিয়ে কোকিলের ডাক শুনতে যাব কালি মন্দিরের পিছনে
যাবে তো?
জানিস পাগলি?
আমি কিন্তু একটু ঝগড়া করবো
তুই আমার মান ভাঙ্গাবি
জানিস তো তোর কথা ফেলতে পারি না!
©somewhere in net ltd.