![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সঙ্গীত গবেষক ও রাষ্ট্রচিন্তক
সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়নি আমার, অভাবও বুঝিনি বাল্যকাল অবধি। যৌবনকালে পড়াশোনা করতে গিয়ে অভাব নামক ব্যাধির শিকার হয়ে কাতরাতে হয়েছে মাঝে মধ্যে। মানুষ চেনাও হয়েছে । মানুষ চিনতে গিয়ে চোখ একটু বেশিই ব্যবহার হয়েছে তাই এখন জল ঝরে ডাক্তার ড্রপার দিয়েছে কাজ তেমন একটা হচ্ছে না।
মাঝেমাঝে তাই জানতে ইচ্ছে করে
আচ্ছা!
চোখের জলের পরিমাণ কত ?
রাজকুমার হওয়ার স্বপ্ন কখনো দেখিনি-দেখিও না। কেউ আমায় নিয়ে এমন অদ্ভত চিন্তা করেছে কিনা জানা নেই। আমি বুঝমান থেকেই একজন মানুষ হতে চেয়েছি। সমাজের জন্য কিছু করার চিন্তা সেই ছোট থেকেই। কখনো পেরেছি কখনো পাইনি সঙ্গত কারণেই ।
উচ্চবিলাসি চিন্তা আমার নেই। দুবেলা দুমুঠো ভাত জুটলেই খুশি কিন্তু সবাইকে নিয়েই খুশি হতে চাই। সবাই বলতে আমার ষোল কোটি মানুষের পরিবার।
কি!
এখন বুঝি আমায় পাগল মনে হচ্ছে?
হতেই পারে। কিচ্ছু যায় আসে না আমার । রাষ্ট্রচিন্তকদের এমন সময় উপযোগী চিন্তার ফসলই ইউরোপের দেশ সমূহ । আমিও স্বপ্ন দেখি আমার স্বপ্নের মানবিক বাংলাদেশ হবে পৃথিবীর প্রভাবশালী দেশ সমূহের মধ্যে অন্যতম।
আজ বাংলদেশে, একাবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তৈরি হচ্ছে যে তরুণ সমাজ, তারা সৃষ্টি করবে এক ঐতিহাসিক ইতিহাস। যে ইতিহাস হবে বৈষম্যের বিরুদ্ধে, অন্ধত্বের বিরোদ্ধে, ধর্মান্ধতার বিরোদ্ধে, শোষণ-নিপীড়ন-বঞ্চনা-হিংসা-বিদ্বেষ-দুর্নিতি-ধর্ষণ-হত্যা-সন্ত্রাস-চাঁদাবাজি- ক্ষমতার অপব্যবহারের বিরোদ্ধে।
রাষ্ট্রনীতি,অর্থনীতি,সামাজিক,সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে লাগবে উন্নত চিন্তার ছোঁয়া। সৃষ্টি হবে সঠিক দর্শন, সঠিক পথ । যে পথে বাস্তবায়ন হবে শহীদদের স্বপ্ন।
বিভিন্ন জায়গা থেকে যারা টাকা খেয়ে দেশপ্রেমিকের লেবাস ধরে রাষ্ট্রীয় শত্রু হিসেবে গুরু দায়িত্ব পালন করছেন দয়া করে নিরাপদ ধরে থাকুন নয় মুখোশ খুলে যেতে পারে।
আমরা নিজের খেয়ে মাঠে নেমেছি, আমাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। চুয়াল্লিশ বছরের সমস্ত হিসেব আমারা পাই পাই করে নেব ।
জীবন আপনার, ভবিষ্যৎ আপনার
সুতরাং সিদ্ধান্তও আপনার।
জয় হোক মানবতার
জয় হোক মানুষের।
২| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৮
সাইফুল বিন হানিফ বলেছেন:
?
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০
বেলের শরবত বলেছেন: ভগ্নিসারথি নামে এক মহাকাঙাল আছে এই ব্লগে। কেমনে জানি জায়গা পাইছে বুবস.কমে সেরা ব্লগে। বাস, দুনিয়াটা ভাইঙা পরছে ফকিন্নিটার মাথায়, বুটের জন্য এমনে কাঙালিপনা কোথাও দেখি নাই্ জাতীয় ইলেকশন বাদে। মাল্টি খুইল্ল্যা সেইটা দিয়াও জায়গায় জায়গায় ল্যাদাইতে ল্যাদাইতে ভরায়া ফালাইতাছে বুটের জন্য। পাত্তা না পায়া এখন শুরু করছে জার্মানপ্রবাসের নামে কুৎসা গাওয়া।
হালা ফকিন্নি।