নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নিজের লেখা

পাগলা সাইফুল

আমার নাম সাইফুল ইসলাম

পাগলা সাইফুল › বিস্তারিত পোস্টঃ

মানুষের প্রকারভেদ-অনেক প্রকার

০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

আলোচনার কোন বিষয় নেই। হাজার রকমের মানুষ। অন্য রকম চিন্তা। আলাদা আলাদা মস্তিস্ক। একা একা হাটা। অন্যকে দেখা। কত রকমেই সৃষ্টি হয় মানুষের আদল।



১. কম কথা বলা মানুষ: কারন ছাড়া কথাই বলেনা। এমনকি কারনে্ও কথা বলতে পছন্দ করেনা অনেকে। তাদেরকে আবার সবার পছন্দ। প্রবাদে আছে-"বোবার কোন শত্রু নাই"। এনারা নিজেদের নিয়ে গল্প করেন না। অন্যের কোন ব্যাপার্ নিয়ে মাথা নষ্ট করেন না।



২. নাক পচা মানুষ: নিজের ব্যাপার এবং আশে-পাশের সবার ব্যাপারে নাক গলান এরা। এতো বেশী গলা নাক-এক সময় পচে যায়। পচা নাকের মানুষকে আদর করে অনেকে বিভিন্ন ভ্রমনের সঙ্গী হিসাবে নিতে চায় অনেকে।



৩. বেকুব মানুষ: সবাই ঠকায় তাদের। কিন্তু দিন শেষে এরা অনেক সুখি থাকে। সম্পদ শুধু নিজের সন্তান। অনেক সময় সন্তান অবাধ্য ্ও হয়ে যায়। তখন শুধু কান্না করেন এরা।



৪. বেজায় রাগী: অকারনে রাগ দেখায়। বেশীর ভাগ সময়ে নিজের বউএর সাথে রাগ দেখাতে পছন্দ করে এশ্রেনীর পুরুষেরা। মহিলারা গ্লাস ভাঙ্গে।



৫. হাসা রোগী: শুধু শুধুই হাসে। হাসিকে মুখে রাখতে পারলেই খুশি। এরা কোন সমস্যায় পরলে, মন খারাপ থাকলে সবাই বুঝে ফেলে।



৬. আনোয়ার হোসেন: বাংলা ছিনেমার আনোয়ার হোসেনের মত ভালো। যত দুক্খ দেন না কেন, ঘরে এসে কান্না করে।



৭. শুকর : মানুষের কোন উপকার কখোনো করেতো না বরং অপকারের প্লান করে সারাক্খন। অন্য জনের কাছ থেকে আর্থিক ভাবে লাভবান হতে পারলেই খুশি।



আরো আছে, লিখব... আস্তে আস্তে..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: পাগলা সাইফুল ,




হাযার হাযার নয় , মানুষের একটাই প্রকার ভেদ - সৃষ্টির সেরা হলেও পশুর চেয়ে নিকৃষ্ট ।

১০ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৪

পাগলা সাইফুল বলেছেন: আহমেদ ভাই রেগেগেলেন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.