নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নিজের লেখা

পাগলা সাইফুল

আমার নাম সাইফুল ইসলাম

পাগলা সাইফুল › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় চ্যানেল বন্ধ কেন করা দরকার

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৬

হাজার হাজার চ্যানেল, কিন্তু কোনটা নিয়ে মাথাব্যথা নাই কারো। কিন্তু ভারতীয় গুলো-- সব বন্ধ করা দরকার। এটা এসময়ের সকলের দাবী। আমার মনে হয়। কেননা আমার মতো সকলেই নিম্নোক্তো সমস্যায় পরেন আশাকরি-

১। আচরনের পরিবর্তন: বউ, মা, বোন, ভাবী-- সবা্র আচরন পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রথম প্রথম ঠাট্ঠা করে উড়িয়ে দেয়া যেত। এখন প্রকট হয়ে যাচ্ছে।

২। বাচ্চাদের প্রতি মায়েরা কখনও বেশী যত্নশীল হয়ে যাচ্ছে, আবার এক্কেবারে যত্নহীন হয়ে যাচ্ছে।

৩। বাচ্চাদের কথাবার্তায় পরিবর্তন আসতেছে। কথা না শুনা এবঙ কথায় পাল্টা জবাব দেয়া এখন অভ্যাস বা টেলেন্ট মনে হচ্ছে।

৪। বাচ্চারা অনেক কাজের চেষ্ঠা করছে। যা সে আসলে কোনদিন করতে পারবে না। যেমন-পুকুরে যাপ দিয়ে ছাগলের বাচ্চাকে উদ্ধার করা অথবা ঢিল মেরে এলাকার বধ(মাস্তান বা নেতা) লোকের মাথা ফাটানো।

৫। মেক-আপের ব্যাবহার বেরে গেছে। গয়না পরে ঘুমানো শুরু হয়েছে।

৬। পরকিয়া করা স্বাভাবিক ব্যাপার হয়ে যাচ্ছে। শাশুরীর হাতে ধরা খাওয়ার পর শাশুরীকে ম্যানেজ করা হচ্ছে।

৭। বাকি আরো কি কি যে হচ্ছে...........।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৪

প্রামানিক বলেছেন: বন্ধ করার দরকার।

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫১

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: ভালকে গ্রহন , খারাপকে বর্জন এটাই হোক সবার মানসিকতা ।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

পাগলা সাইফুল বলেছেন: স্বপ্নদ্রষ্টা ভাই, ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.