নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নিজের লেখা

পাগলা সাইফুল

আমার নাম সাইফুল ইসলাম

পাগলা সাইফুল › বিস্তারিত পোস্টঃ

জ্যাম নিরসনের একটি উপায়-২

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৫

আমরা বাঙ্গালী। কৃতিত্ব কখোনো অন্যকে দিতে চাইনা আমরা। কেন? জাননিা। আমার জ্যাম নিরসনের আরেকটি বুদ্ধি আমার মাথায় এসেছে। সবার সাথে শেয়ার করতে চাই।

জ্যাম কেন লাগে, কোথায় কোথায় লাগে, কখন বেশী, কখন কম--মোটামুটি আমরা সবাই তা জানি। তাই সেগুলোর খুব একটা বিবরন না দিয়ে সরাসরি আলোচনায় আসি।

মোটর সাইকেল আরোহী- প্রচুর.. ঢাকায় এবং অন্যান্য সকল শহরগুলোতে। আমার এইবার এর উপায় এই মোটর সাইকেল আরোহীদের ব্যবহার করা। কোন এক ট্রাফিক সার্জেন্টকে কাজ না করে দাড়িয়ে থাকতে দেখে জিগ্গেস করেছিলাম কেন কাজ করছেন না। " কাজ ঠিক করে করলেতো কয়েকদিন পরই জ্যাম শেষ হয়ে যাবে, আর ইনকাম কমে যাবে"। তাই আমার চিন্তা হলো আমরাই শুরু করি। মোটর সাইকেল আরোহীদের অনেক দোষ আছে-সেগুলোকে সাময়িক সময়ের জন্য বাদ দিলাম। আলোচনার শেষে আবার তাদের এই দোষগুলো তুলে ধরব।

মোটর সাইকেল সাধারনত অন্যান্য গাড়ি থেকে একটু দ্রুত চলতে পারে, জাযগা কম লাগে বলে। তাই আমার বুদ্ধি হলো- এই মোটর সাইকেল চালকদের ব্যবহার করা। তারা আগে গিয়ে অথবা চলতি পথে যেখানেই কোন জটলা বা জ্যামের কারন পাবে -- তারা তা সমাধানের চেষ্ঠা করবে। ব্যাস । সমাধান হলেই জ্যাম কমে যাবে। তবে বিরুপ আচরনের চালকের অভাব নেই । সবাই কেন যেন রেগে রেগে গাড়ী চালায়। আর মোটর সাইকেল চালকরা তো আরো বেশী রেগে থাকে। একজন মোটর সাইকেল চালকের ভাস্য মতে-" ভাই বাইক কিনছি ঠিক টাইমে অফিস যাওয়ার জন্য, বাইক নিয়া যদি জ্যামেই বইসা থাকি, তাইলে চলবো? তাই যেমনে পারি যাইতেই হইবো"। এই মোটর সাইকেল চালকের কথায় রাগ থাকার কারন কিন্তু সেই একই--জ্যাম। আর যদি জ্যাম না থাকে অথবা একটু কমে, তবে উনার রাগ কমবে এবঙ অন্যান্য চালকদের রাগ কমবে এইটাই তো স্বাবাবিক।

তাই যদি মোটর সাইকেল চালকরা সামনে এগিয়ে এসে জ্যাম কমানোর জন্য চেষ্টা করে এবং জ্যাম কমে তাহলে ক্ষতি কি? তবে মোটর সাইকেলের চালককে একজন ভালো মানুষ হতে হবে।

বি দ্র: যাদের দিয়ে এই কাজ করানো যাবে না--
১। পাগলা মোটর সাইকেল চালক
২। মাথা গরম মোটর সাইকেল চালক
৩। বেকুব মোটর সাইকেল চালক
৪। লাইসেন্সহীন মোটর সাইকেল চালক
৫। বিভিন্ন রাইডার্স গ্রুপের সদস্য মোটর সাইকেল চালক
৬। আর আমি...।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৯

হাসান মাহবুব বলেছেন: কী যা তা লিখসেন কিছুই বুঝা গেলো না।

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক কি আপনার আইডির যথার্থতা প্রমাণ করিতে লেখা খানা লিখিলেন;)

=p~ =p~ =p~

@হামা ভাই- যেখানে শুরু সেখানেই শেষ! বুঝলে হক্কলরে বুঝাইয়েন!:)

৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

বিপরীত বাক বলেছেন: ঘরের খেয়ে বনের মোষ তাড়াবো কোন দুঃখে??????

জানেন না,,,, নিজে বাচলে বাপের নাম।।

আর তাছাড়া আরও একটা কথা আছে ( বিশেষ করে জাতটা যেহেতু বাঙাল)))
-----উপকারির (___ __) বাঘে মারে-----

৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০১

পাগলা সাইফুল বলেছেন: হাসান ভাই, দু:খিত, আপনাকে বুঝাতে পারি নাই

৫| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

পাগলা সাইফুল বলেছেন: বিপরীত বাক ভাই, আপনি ঠিক বলেছেন

৬| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

পাগলা সাইফুল বলেছেন: বিদ্রোহী ভাই, আপনার মন্তব্য বুঝি নাই.।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮

ঢাকাবাসী বলেছেন: গুছিয়ে কি বলতে চান সেটা লিখুন প্লিজ। 'তারা আগে গিয়ে অথবা চলতি পথে যেখানেই কোন জটলা বা জ্যামের কারন পাবে -- তারা তা সমাধানের চেষ্ঠা করবে। ব্যাস । সমাধান হলেই জ্যাম কমে যাবে' এসব কথার কোনো মানে নেই।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

পাগলা সাইফুল বলেছেন: ঢাকাবাসী ধন্যবাদ.আবার লিখব.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.