![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কিচ্ছু চাইনা। নিজের বাচ্চাকে ভদ্র ও শালীন হিসাবে পৃথিবীতে রেখে যেতে পারলেই হলো। জানিনা পারবো কি-না। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি। আধুনিক হতে হতে কেমন যেন হয়ে যাচ্ছে সব এবং সবাই। অন্যের কোন দোষ লিখব না, নিজেই নিজের জন্য চেষ্ঠা করবো। অন্যের বাচ্চাকে মারবো না, নিজের বাচ্চা যেন সেই কাজ গুলো না করে সেই দিকে খেয়াল রাখবো। সবার জন্য দোয়া্ও করি, যেন সবার বাচ্চারা সুস্থ্য থাকে এবং ভদ্র হয়। আর আসুন সবাই এই একই দোয়া করি। আমাদের আর কোন উপায় নাই। এখনই সময়।
২| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:১৯
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: সহমত।
অামি অাপনার জন্য দোয়া করি। অাপনি অামার জন্য করবেন।
ধন্যবাদ।
৩| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:১৫
সুশান্ত হাসান বলেছেন: এটা এখন শুধুমাত্র আপনার একক চিন্তা নয়,,,,,, এমন গভীর চিন্তায় অনেকেই বেশ চিন্তিত!!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:০৪
নুর ইসলাম রফিক বলেছেন: সবার জন্য দোয়া্ও করি, যেন সবার বাচ্চারা সুস্থ্য থাকে এবং ভদ্র হয়।