![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে বড়ই কষ্টকর মনে হয় মানুষের আচারণ। কিছু কিছু কথা যেন কাটা রাইফেলের বুলেটের মত ক্ষত বিক্ষত করে হৃদয়কে।
চোখের সামনে অবস্থিত ভারী চশমাটাকে আরো বেশি ভারী মনে হয়।
জীবন থেকে কেটে গেছে অনেক বছর। এ জীবনে কখনও কুকুরের মুখ থেকে ঘেউ ঘেউ ছাড়া অন্য কোন শব্দ শুনি নাই। আমি ব্যাক্তিগতভাবে কুকুরকে অনেক ভয় পাই। তাইতো কুকুরের সাথে লড়াই করে নিজেকে বীরপুরুষ প্রমাণের চেয়ে কুকুর এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ মনে করি।
কিন্তূ চার পাওয়ালা একটি কুকুর খুব সহজে চেনা গেলেও মানুষগুলোকে চেনা বড়ই কষ্টকর।
আমি খুব ভালভাবেই জানি যে স্বার্থপর পৃথিবীর বুকে বসবাসরত মানুষের কাছ থেকে নিঃস্বার্থ আচারণ কামনা করা নিতান্তই বোকামি। তারপরও কেন যে আমি বারবার এ বোকামিই করে থাকি।
©somewhere in net ltd.