![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সমাজ ব্যাবস্থার পরতে পরতে লুকিয়ে আছে ইসলাম ধ্বংসকারী হাজারো উপকরন। So called মডার্ন লাইফের নামে আমাদের মাঝে আজ যে অশ্লীলতা প্রবেশ করেছে তা এখন সমাজের দৃষ্টিতে কোন অপরাধই নয়। এভাবে চলতে থাকলে একসময় হয়ত আধুনিকতা নামক দেয়ালের দ্বারা আলাদা হয়ে যাবে ইসলামী জীবন বিধান এবং সমাজব্যাবস্থা।
এখনই অবস্থা এমন পর্যায়ে পৌছেছে যে একাধারে ইসলামী বিধান এবং সামাজিক নীতি মেনে চলা একজন মানুষের পক্ষে মোটামোটি অসম্ভব।
তারপরও আমাদের চলতে হবে এভাবেই। কিন্তু কিভাবে??
একটি উদাহরন দেয়া যাক। মহাসড়কগুলোতে একধরনের যান চলাচল করে যার নাম ট্যাংক লরি। জ্বালানি তেল পরিবহনের জন্য গাড়িগুলো ব্যাবহার করা হয়। সবসময়ই এসব লরির পেছনে বড় অক্ষরে লেখা থাকে "বিপদ জনক, নিরাপদ দূরত্ব বজায় রাখুন" ( যদিও শব্দটি হবে বিপজ্জনক কিন্তু কি কারণে তারা বিপদ জনক লিখে তা জানি না)
এ লরির পেছনে কোন হাইওয়ে বাসের চলা খুবই বিরক্তিকর যার প্রধান কারন হল লরির কম স্পিড। তার উপর আবার লেখা আছে "বিপদ জনক"। তাই প্রায়ই দেখা যায় প্রচন্ড শব্দে হর্ন বাজিয়ে লরিকে পাশ কাটিয়ে চলে যায় বাসগুলো।
আমাদের সমাজ ব্যবস্থা আজ এসব ট্যাংক লরির মতই "বিপদ জনক"। আপনি যদি ইসলামকে মেনে চলতে চান তাহলে হয় নিরাপদ দূরত্ব বজায় রেখে পেছনে চলতে হবে নয়ত হাইওয়ে বাসের মত পাশ কাটিয়ে চলে যেতে হবে বহু দূরে।
কিন্তু আমরা কি পারব ক্লুষিত এ সমাজের দুর্গন্ধময় কাদা থেকে নিজেদের বাচিয়ে রাখতে অথবা চিৎকার করে ঘোষনা করতে " যদি সমাজ ব্যাবস্থার অর্থই হয় ইসলামকে উপেক্ষা করা তাহলে লাথি মারি সে সমাজকে"??? জানি না, আসলেই পারব কি না।
২| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৯
নিষ্কর্মা বলেছেন: এসলামের শিক্ষা মতে মেয়েদের অতটুকুই শেখ লাগবে যেটুকু শিখলে তারা স্বামীর সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করতে পারবে। এই ব্যাপারে আপনার (বা আপনাদের) কোন ব্যাখ্যা কি আছে?
৩| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
মুনির০০৭ বলেছেন: প্রফাইলে বলেছেন সংকল্প ধরে রেখেছেন। আর পোস্ট দিয়েছেন যেন মনে হচ্ছে আপনি হার মেনে গেছেন। সমাজকে লাথি মারলে আপনি থাকবেন কোথায়? আর তখন ইসলাম কিভাবে কায়েম করবেন? মানুষ খারাপ বলে আপনি মানুষের সাথে মেলামেশা বাদ দিয়ে দেবেন? ভালো মানুষের সাথে তো ভালো থাকাই যায়, তাতে লাভ তেমন কিছু নেই। খারাপ মানুষের আশেপাশে থাকতে হবে, তবেই না তারা ভালো হওয়ার সুযোগ পাবে। যারা পরিবর্তন চায় তাদেরকে অনেক কষ্ট, ত্যাগ স্বীকার করতে হবে, এমনি এমনিতে কিছুই আসবেনা।
৪| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৫
নেবুলাস বলেছেন: মুনির ভাই ঠিক কথাই বলেছেন।
৫| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৮
দরবেশমুসাফির বলেছেন: নিষ্কর্মা বলেছেন: এসলামের শিক্ষা মতে মেয়েদের অতটুকুই শেখ লাগবে যেটুকু শিখলে তারা স্বামীর সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করতে পারবে
রেফারেন্স প্লিজ।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৫
অগ্নি সারথি বলেছেন: ইসলাম ধ্বংসকারী হাজারো উপকরন??- কোনগুলা? দু একটার নাম বলা যাবে যেগুলো ইসলামেরে ধ্বংস কইরা দেয়।
অশ্লীলতার কারনে ইসলামী জীবন বিধান এবং সমাজব্যাবস্থা আলাদা হয়ে যাবে!!!
মুসলিম সমাজ ব্যবস্থা কি ইসলামিক বিধানের উপর নির্ভর করে গড়ে ওঠে না, যেখানে পাপাচার এবং তার শাস্তির কথাও বলা আছে। লরির উদাহরন দিয়া কি বুঝাইলেন কিলিয়ার না।
শোনেন ভাই আমি মুসলমান, ৫ ওয়াক্তে নামাজ পড়ি। কিন্তু বিষয়টা এই নয় যে আপনারা ইসলামের ঠিকা নিয়া রাখছেন।
ব্লগে কি সব ....ল ছাল লিখতে আসেন?