![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হচ্ছে মিশরের কয়েক হাজার মুসলিম হত্যাকারী সিসিকে!!!!!!!!!!
আসলে অবাক হলেই বুঝতে হবে আপনি ভুল করেছেন। বরং প্রশ্ন জাগা উতিত----- "নোবেল পেতে কেন এত দেরি, পাঞ্জেরি????"
আল্লাহ বলেন, " যে যমীন ভাল সে তার রবের হুকুমে খুব ভাল ফুল ফল ফলায়। আর যে যমীন খারাপ তার থেকে বাজে ফসল ছাড়া আর কিছুই উৎপন্ন হয় না"
তাহলে আমরা কেন মুসলিম জাহানের শত্রূদের কাছ থেকে কোন কল্যান আশা করতে পারি????
আমার প্রশ্ন এখানে নয়। বরং আমার দেখার বিষয় হল এ ইস্যুকে সামনে রেখে কয়টি মুসলিম দেশ জাতিসংঘের সদস্য পদ বর্জন করে??
আমার দেখার বিষয় কয়জন মুসলিম নোবেল বিজয়ী নিজেদের নোবেল বর্জনের ঘোষনা দেয়????
জানি, এ ধরনের একটি ঘটনাও হয়ত ঘটবে না। কেউই চাইবে না সোনার হরিণ পুনরায় জঙ্গলে ছেড়ে দিতে।
বরং নতুন নতুন মুসলিম দেশ হয়ত জাতিসংঘের সদস্যপদের জন্য পায়রুবি করতেই থাকবে।
অথচ আল্লাহ বলেন, " এরা কি মর্যাদা লাভের সন্ধানে তাদের ( মুসলিমদের শত্রু) কাছে যায়?? অথচ সমস্ত মর্যাদার অধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ।"
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
গরু গুরু বলেছেন: সিসি র মত একটা বর্বর সেনা শাসককে দিয়ে একটা গনতান্ত্রিক সরকারের পতন ঘটানোর একটাই কারন। আর তা হল ভ্রাদার হুডেই সঠিক ইসলাম চর্চা।
ভাদারহুড যদি জংগী হত তাহলে পশ্চিমা শক্তি কিছুতেই তাদের ক্ষমতা নিয়ে ষরযন্ত্র করত না।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
ব্রাদার হুড ছিল গুহা মানবদের রাজত্ব, আরো কিছুকে ঝুলানোর দরকার।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
সিসি ব্যবস্হা না নিলে, মিশর ইরাক হয়ে যেতো; আপনিও নিজকে মিশরী বানায়ে, জার্মানী রওয়ানা হতেন!
আপনার আইএস ভাইয়েরা মিশরেও মানুষ মারছে।