নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সমুখে দেখি অপরাধ, ছেড়ে দেই কত
বিবর্তন করবে প্রকৃতি, ঝড়েছে যত রক্ত!
বিশ্বাসের সাথে প্রতিটি কথা সাংঘর্ষিক মূর্ত
মাতৃভূমির দেশপ্রেমিকরা হিংসা-দ্রোহে ক্ষত-বিক্ষত!
দুধে একটু পানি মেশালেই সৃষ্ট ভেজাল
দেখতে একই অহরহ মিলে টাকা জাল।
এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত
অনিরাপদ বাংলাদেশ, প্রতি ঘরে আতঙ্ক, অশান্ত!
জানছি খবর দেশ-বিদেশের মাধ্যম প্রযুক্তি
বেশি জনগনের দীনতা দুর হয়নি একরক্তি!
অন্যেকে তুচ্ছ করে নিজেকে পন্ডিত ভাব?
স্বর্ণ-হীরার কেন এত মূল্য ভাব?
নিলামে উঠে খ্যাতিমানের কত জিনিস-পত্র
অনেক দামে কিনে সামান্য একটি চিত্র!
প্রয়োগ কর সুখ্য চিন্তায় প্রতিটি বিশ্বাস-
বিভিন্ন অঞ্চলে, কোথায় মানব শান্তির আশ্বাস!
২| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৩
এরিস বলেছেন: প্রয়োগ কর সুখ্য চিন্তায় প্রতিটি বিশ্বাস-
বিভিন্ন অঞ্চলে, কোথায় মানব শান্তির আশ্বাস! মানুষ যেদিন মানুষ হবে, সেদিন শান্তি খুঁজে পাওয়া যাবে। মানুষকে শান্তির আশ্বাস খুঁজে দিতে পারে একজন, সে মানুষ...!
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৫৬
কবীর হুমায়ূন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।