নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আর কত নিজকে গুটিয়ে রাখব!
একদম নিস্ব আছি কতকাল থাকব!
আমি মিশে যেতে পারি না,
এই সমাজের মাঝে খুব অজানা!
ঠকছি অনেক সরল ভাবে থেকে,
গতিপথ পালটে মানুষ মিথ্যের দিকে। কথা
বাঁকে বাঁকে শুধু প্রতারণা-ছলনা
এত স্বচ্ছ জ্ঞান তবুও বুঝে না।
আদৌ বুঝাতে পারিনি কাউকে মনভাব
দিনদিন বাড়ছে যাতনা, আনমনা স্বভাব!
চাহিদা আছে, যতই ছুটি হন্য,
খাপ ফাওয়ানো অসম্বব আমার জন্য!
অতি কষ্ট বিকাশ করতে আমাকে,
তুচ্ছ-জটিল করে রেখেছে প্রত্যেকে।
দৃষ্টিগোচর অনেক কিছু করে অস্বীকার
প্রকৃতকে করে কটুক্তি করে পর!
মনোমত কথা বলে মুগ্ধ করে
স্বার্থ হাসিল করে যায় সরে।
কোননা কোনভাবে সম্পর্ক যায় টুটে,
বহু ফুল অজান্তে রাতে ফুটে।
হচ্ছে না বচন সঙ্কোচে গুছানো,
ভালো যাবে না দিন কখনো?
সাধারণত বন্ধুত্বের তরে পতিত আলোচনা,
অস্তিত্ব হারিয়ে দেখে প্রচুর কল্পনা!
ব্যস্ত শহরে প্রত্যক্ষ নানান কান্ড,
কৌশলে লাভের জন্য হচ্ছে ভন্ড।
যা নিত্য গুরুত্বে করা উচিত,
এড়িয়ে অধিকাংশ যুক্তিতে রক্ষার পন্ডিত।
দৃষ্টিভঙ্গি পার্থক্যে "লাল রং" কখনো;
নীল দেখায় না! অবশ্যই সাজানো।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।