নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সুন্দর জায়গা; কৃত্রিম বালু চর,
ঘুরতে আসে মানুষ পেলে অবসর।
একসময় ছিল বিল আরো মনোহর!
ফুটত শাপলা সুদৃশ্য, কাঁটতাম সাঁতার!
সুখে-দুখে বহুবিধ বেড়াতে এখানে,
আমি গিয়েছি অত্যন্ত যাতনায় সেখানে!
বসে থেকে দেখছি চারদিক নীরবে,
দিগন্ত, কচুরিপানা-ফুল, অতীত ভেবে।
বিকেলে দুলে জলে মৃদুমন্দ বাতাসে
ছোট ছোট ঢেউয়েতে কতকিছু ভাসে
এগিয়ে কাছে আছরে পরে কিনারে
মন ভালো হচ্ছে যখন বাহারে
আচমকা বের হলো বড় এক-
ইঁদুর; দেখতে পেলো লাল এক-
কুকুর; ছুটলো তার পিছু পিছু
ভয় পেয়ে দৌড়ে কুল'র নীচু'!
পালাবে কোথায় পিছনে অথৈয় পানি
হতবুদ্ধিতে আক্রমণ করলো বাঁচতে যখনি
তখন আতঙ্কে সরে এলো কুকুর!
অবশেষে বীর'র বেশে হারলো ইঁদুর!
©somewhere in net ltd.