নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

এসো রোমাঞ্চ

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

আমার একটা ছবি আছে আগের,

হাসিমাখা মুখটা উজ্জ্বল মোলায়েম সোহাগের!

আসেনি তখনো কোন রমণীর স্বপ্ন,

বয়ঃসন্ধি থেকে প্রায় প্রতিদিন মগ্ন!



এখন আনন্দের সাথে মিশ্র বিষণ্ন,

যৌবন করেছে পরিবর্তন, বেদিশা-বিপণ্ন!

স্থীর মন করতে পারিনি কোথাও,

এদিক সেদিক নিত্য ঘুরছি ফাও!



সরে যায় নজর কারো দৃষ্টিপাতে,

পায়চারি এবং ভাবনা, কি দৃশ্যতে?

নিঃশেষ করছে চিন্তায় আসছে যেই,

টলমল দুচোখ কোমলতা আর নেই!



এসো পুলক নিয়ে কাছে নিস্বের!

বাকী দিনগুলো যেন হয় হর্ষের!

স্বাচ্ছন্দ্যময় সৌরদিন, ছায়াময় আর সুখকর,

এসো শয্যা রাত কল্যাণকর কর!



সামালে রয়েছে যে অনুভূতির প্রেম,

এত ব্যাকুলতা হয়নি রূপায়ণ-রম'!

সম্প্রতি অত্যন্ত "সুন্দর' চারদিক চমক!

আটকে যায় ইচেছর বাহিরে অপলক!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.