নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

স্বরূপ প্রকাশে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

সঙ্কোচ হয় যদি স্বরূপ প্রকাশে,

কি লাভ বলো এরূপ এসেহেসে!

আড়াল করো, আড়াল করো একেবারে

উত্সুক স্বয়ং প্রশংসা পেতে মনোহরে!



অবহেলা করে আপন গায়ের রঙ,

সাজানো ত্বক প্রসাধণে অহেতুক ঢঙ!

করতে পারো রাগ আমার কথায়,

ফুলগুলো ধার ছাড়া সুন্দর এককথায়!



দেখ দেখ চারদিক তাকিয়ে ভাব,

কোথায় মনোরম স্বভাব, সৌন্দর্য অভাব।

পরিপাটি হওয়া উচিত না এলোমেলো,

নিশ্চয়ই অবগত কেমন সাদাসিধা-জাঁকালো।



ভালো লাগে যত সবই অনুরাগ,

একের পর এক মনোমত পরাগ!

হয়ত পাও বহুভাবে প্রস্তাব বার্তা,

এভাবে হয় কি বাছাই সত্যতা।



সচরাচর আন্দাজ করি আগ্রহ পাই,

ইচ্ছুক পছন্দমত মিলছে না পছন্দসই!

পাওয়ার পূর্বের প্রীতি পেয়ে যাওয়া,

কখনো না এক; ফলাফল হওয়া।



আগের মতো আর সাড়া নেই,

সরিয়ে নিচ্ছ মুখ যেই-সেই!

মনে করো না যেন হারিয়েছি,

কত কিছুই আমি মুহূর্তে ভাবছি...

















মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

এম এ কাশেম বলেছেন: সুন্দর............।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

বোকামন বলেছেন:

দেখ দেখ চারদিক তাকিয়ে ভাব,
কোথায় মনোরম স্বভাব, সৌন্দর্য অভাব।
পরিপাটি হওয়া উচিত না এলোমেলো,
নিশ্চয়ই অবগত কেমন সাদাসিধা-জাঁকালো।


বাহ্ ! ছন্দে ছন্দে কবিতাটি বেশ ভালো লাগলো ।
শুভকামনা রইলো ।

+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.