নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

"মুন' নামটা

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

"মুন' নামটা ইংরেজি শব্দ,

বলেছে সে নাকি বাংলান্ধ!

আর কত করবে ধার,

আর কত পাবে পার।

অন্ধকে দেখেছি পথ চলতে,

ধীরে ধীরে পৌছায় গন্তব্যতে।

প্রত্যেকে উপদেশ পায় একাগ্রচিত্তে;

কোন কাজ করলে জিতে।

আর কত অধিক মনোযোগে;

ব্যঙ্গ করবে মূর্খরা একযোগে!

ধর্মান্ধ বলতে কাকে বুঝায়?

ধর্মগুলোর ধার্মিকরাই যদি হয়।

প্রতিদিন যারা প্রার্থনা করে

এড়িয়ে মন্দ ঐক্য করে

সতর্ক সবসময়, সত্যের সাথে

সত পথে, শান্তির পথে।

বলেছে কি স্বধর্ম জ্ঞানিকে,

প্রাধান্যের অহংকারে হারিয়ে নিজেকে?

লালসাময় চিন্তাধারা শুধুই প্রগতি,

সমাজে বাড়ছে অবৈধ রতি!

জড়িয়ে যাচ্ছে পটানো ধর্ষেনে

ডিঙ্গাইয়া যাচ্ছে অস্তিত্ব অকারণে।

একই বিশ্বাসে একই দায়িত্ব,

মৌল বিষয়গুলো আমার সত্ব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.