নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

রহস্যময়

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

একসঙ্গে কত শান্ত-হাস্যময় 'মলয়',

ক্রোধে উভয়ে হয়ত দেখেছি প্রলয়!

চলা ফেরা করে ছাড়া রব,

বোধহয় পরম্পরা মনে চাপা ক্ষোব!

সবসময় থাকে নিজের মতো সতর্ক!

কারো সঙ্গে করে না তর্ক!

ওর সাথে বন্ধুত্ব, সে হিন্ধু,

স্বীকার করে না মানে মৃদু!

দর্শনে যা বুঝি তাকে জানাই,

পাই না কোন সাড়া অযথাই।

সরে যাচ্ছে দূরে মনে হয়,

হারাবে সত্তা ভেবে পাচ্ছে ভয়?

আমার আতঙ্গ কথন শুনে যেন-

সুখ অনুভব; তাহলে নীরব কেন?

যারা স্বজাতির জন্য নিরাপধ নয়,

ভিন্ন মতোর জন্য না অভয়!

জানোনা, জন্ম সূত্র সবার একরকম,

লাল রং দেখে সবাই একইরকম।

সত্য বুঝানোর জন্য এই চেষ্টা,

ভালোর জন্য আগ্রহ সামান্য প্রচেষ্ট।

একই বাক্যে একই করে ঐক্য,

সৃষ্টির রহস্য স্বচ্ছ তবুও পার্থক্য!

কখনো না কামনা হও বিলিন,

প্রত্যাশা হবে সাথী, সারাক্ষণ অমলিন।

আঁচ করেছি মনোভাব দেখে মতিগতি,

চাও কি হই বন্দি-ইতি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.