নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

"রাজাকার কেমন ছিল আঁচ করতে পারছি"।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

"রাজাকার কেমন ছিল আঁচ করতে পারছি"।



পণ্য দেখার মতো উলটাইয়া পালটাইয়া নানা ভঙ্গিতে দেখছে-

নামায পড়া ছেলেটা "শিবির" কিনা হলে ধরিয়ে দিবো, মনে মনে ভাবে!!!



পাকিস্তানি সামরিক সরকার যদি রাজা হয়!

তাহলে বর্তমান সরকারও রাজা!!



পাকিস্তানি সামরিক সরকার'র সহযোগীরা যদি রাজাকার হয়!!

তাহলে বর্তমান সরকার'র সহযোগীরাও রাজাকার!!



রাজা + আকার = রাজাকার। যারা রাজার মতো ভাব করে চলে তারা রাজাকার।

যা প্রত্যেকের কমবেশি অভিজ্ঞতার আছে।



রাজা নাই, রাজার রাজ্য নাই

রাজনীতি আছে!

গণতন্ত্র আছে,গণতন্ত্র'র দেশ আছে

গণতন্ত্রনীতি নাই!







মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: গণতন্ত্র আছে,গণতন্ত্র'র দেশ আছে
গণতন্ত্রনীতি নাই!
সহমত।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

উপপাদ্য বলেছেন: গণতন্ত্র আছে,গণতন্ত্র'র দেশ আছে
গণতন্ত্রনীতি নাই!


সহমত।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

ভোরের শিশির । বলেছেন: ভাইরে । আজ কাল রাজাকার রা আওয়ামী পা চাটা গোলাম হওয়ার কারনে মন্ত্রীত্ব পায় । আর ভাল মানুল লীগ না করার কারনে রাজাকার খেতাব পায় । রাজাকার নুরু জয়পুরহাট থেকে এবার আওয়ামী মনোয়ন পেয়েছে । পাক সেনাদের মুরগী সাপ্লাইয়ার শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির হাসিনার আস্থাভাজন ব্যক্তি । পাক সরকারের ডিসি ম খা আলমগীর স্বরাষ্ট্র মন্ত্রী । রাজাকার মতিয়া কৃষি মন্ত্রী । রাজাকার মোশারফ হাসিনার বেয়াই ও এল জি আর ডি মন্ত্রী । আর ও অনেকে ই এরকম আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.