নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

আবল-তাবল!

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

বুঝেছে পাগল, বুঝেছে গাদা-ছাগল!

দশম নির্বাচন হেয়েছে আবল-তাবল!

বুঝেছে নিঃস্ব, পেয়েছে খুব হর্ষ!

ভুলা যাবে না 'পাঁচ বর্ষ!

ভয়ে না! যাই নাই ঘৃণায়!

বলছি যুবক, মনে ক্ষোভ বিতৃষ্ঞায়!

দূরদর্শী কখনো না শুধু লোভ!

সেজন্য হত্যা, সত্যে সাহসীর শব!

কয় দিন আর কয় দিন?

ইতিহাস বলছে কত হয়েছে বিলিন!

আমি শুনি, আমি নিত্য দেখি,

অহরহ কটূক্তি আর অলীক'র মুখোমুখি!

উন্নত না! উন্নত না! অনুন্নত!

নিশ্চয়ই হবে! নিশ্চয়ই হবে নত!

আমাকে জানো. আমাকে জানো না!

এত স্বপ্ন কেন পূরণ হয়না!

প্রয়োজন যত, করে আরো ক্ষত!

শেষে যা মিলে করে অবনত!

ওরা মিথ্যেবাদী, ওরা অবশ্যই মিথ্যেবাদী!

শাসক ছিল ১৯০ বছর মেয়াদি!

নেই! নেই! অতীতের কেউ নেই!

লেখিত হয়েছে দলিল, দিন-সেই!

সবাই ছিল পথিক, ভাবো পথিক!

কারো না এত সম্পদ অধিক!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.