| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রত্যেকে সম্ভবত চিনে সাত রঙ,
যদি চাও রঞ্জন, করে সঙ!
বলবে কোনটা আমার মনের মতন,
হতে পারে পার্থক্য রেখো স্মরণ!
ভালো লাগতে পারে কারো লাল,
সুন্দর পছন্দ হয়ত ঊর্ধ্ব বিশাল!
বিবিধ বর্ণে সজ্জিত সর্বত রেণু,
মুলত পৃথক পরিচয়, একশব্দে রঙধনু।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: পাগলের পাগলামি ভালা পাই। তিন চাকার জীবন।