নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

চিত্তে আবর্জনা

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

সুগন্ধ আর দুর্গন্ধ পার্থক্য করতে,-

প্রায় প্রত্যেকে পারে; তবুও চিত্তে,-

আবর্জনা! যেভাবে প্রক্রিয়া হচ্ছে জানা;

প্রচুর ঝোঁক নংরায়, ময়লা কামনা!

কে-না বুঝে সৌরভ মুগ্ধকর!

পূতিগন্ধে শ্বাস বন্ধের উপক্রম-অসস্থিকর!

নিত্য নির্গত বর্জ্য, কতকিছু ধৌত,

প্রতিটা প্রাণী, বস্তু হতে অবিরত।

চোখে পরে ধোঁয়া, ধুলাবালি সর্বত্র,

কতটুকু আছে পরিষ্কার, ঝকঝকে যত্রতত্র।

কতকাল প্রীতির কৌশলে এ্যাটো করবে,

আর কত ললনা পতিতা করবে!

যায় না যা সচারচর বলা,

নিশ্চয়ই অবগত এটা নিষিদ্ধ চলা।

বেড়ে যাচ্ছে স্যাঁতসেঁতে জায়গা, প্রতিমুহূর্ত!

কমবেশি দেখা, শুনা ক্ষতিগ্রস্তের আর্ত!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.