নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
হতে পারে এটা "Last Note"!
মৃত্যু সন্নিকটে, ছোঁয়া বিহীন ঠোঁট!
শুধু উপলব্ধি, অতি বিরহে স্তব্ধ!
যদি না থাকত কোন প্রলুব্ধ;
হতনা ত্রুটি উঠতে বসতে অত!
সম্প্রতি আকাঙ্ক্ষা আসুক চির দয়িত!
যেহেতু আনন্দ ছারা কাটে প্রতিমুহূর্ত,
অসম্ভব পূরণ করতে প্রতি শর্ত!
অসমাপ্ত রেখে প্রস্থান সব বিষয়ে,
যা-কিছু পাওয় দীর্ঘ সময়ে!
কবে আর হবে অনিশ্চত সামনে;
একই ধরনের বাচনভঙ্গি বারংবার লিখনে!
পরম্পরা সমস্যা গুলো হয়েছে দূষিত;
সবর্ত্র ছড়িয়ে ছিটিয়ে তারুণ্য নিহত!
আমার কাছে উত্তম প্রকৃতির তত্ত;
আমি সৃষ্ট, সব স্রষ্টার মহত্ত!
পূর্বে ছিল সত্য, প্রত্যক্ষ্য বর্তমান;
অপরিবর্তনীয়, ভবিষ্যতেও চূড়ান্ত বিধি বিধান।
ফিরে এস ''পড়'' দুর্বল চিত্ত;
এবং জানো, নিচ্ছে অহেতুক রক্ত!
যত চূড়াতে হোক না বাসস্থান;
এইগুুলো হচ্ছে নিঃস্বের! বৈষম্যের প্রমাণ!
©somewhere in net ltd.