নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

অচেনা যে

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

অচেনা যে ... ... 'উ

একদমে দিত ..., পছন্দমত কেউ।

যেটুকু জানা অন্তর্জালে চিত্র দেখে,

সেজন্য আসে ভাবনা দৃশ্যমান সম্মুখে!

ভঙ্গিগুলো যেন সামান্য উপলব্ধিগত প্রিয়ার;

নির্ধারিত আল্লাহ প্রদত্ত, শান্তি-হৃদ্যতার ...

এরকম আচমকা রোজ তাকান হচ্ছে;

কখনো স্মরণে পরে তৎক্ষণাৎ হারাচ্ছে।

আদৗ কেউ দীর্ঘ সময় ভাবায়নি;

তবুও এসেছে ভাব দেখেছি যখনি!

তাই লিখিত হয়েছে ""সৌন্দর্যের রঙ'',

বরঞ্চ বলেছি বিবিধ প্রশংসা-ঢঙ;

আরো এসেছে মনে ""কারো আলোকচিত্রে'';

কোনদিনও হয়নি বলা- কাগজ পত্রে!

হতে পারে ভালো ""স্বরুপ প্রকাশে'',-

কোনো একটা, সুপ্ত আমার বিকাশে!

সবাই মুগ্ধ না ""সব রঙে'';

অনেকের কাছে ভীতিকর রঙচঙে!

প্রকৃত সুন্দর দেখা ""একটা ছবি'';

যৌবনে অদ্ভূত সুরম্য, সুশ্রী মানবী!

যেহেতু একাকিত্ব সেহেতু চায় রুপায়ণ,

উদ্গ্রীব হয়ে নিওনা এমন অয়ন!

বহু দিন পর দিয়েছে আবার,

এরজন্য এটা উৎসর্গ ও উপহার!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.