নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আমাকে সন্দেহ হচ্ছে অন্য কিছু?
আমি ছুটি না মন্দের পিছু ...
তবুও অজান্তে হয়ে যাই জড়িত,
নিশ্চিত ক্ষতি হয়, ফেরত তড়িৎ।
কত যে সংশয় নিয়ে আমায়,
এখনো হয়নি ঠিক কতকিছু ভাবায়,
এলোমেলো কথার নেই তাল-বেতাল,
কখন কী বলি, যেন জাল!
সত্যি তোমরা সাহসী আমি ভীত!
দীর্ঘ বিলম্ব সত্ত্বেও যত ছুত!
প্রতিটা দোষের জন খুব অনুতপ্ত,
চুপচাপ চলি হঠাৎ রাগে উত্তপ্ত!
ঘটে যাওয়া অনেক ঘটনা আছে,
বেসামাল উক্তির খেসারত দিতে হচ্ছে!
পায়চারি করছি যখন দিশেহারা তখন,
পেয়েছি চাওয়াতে সঠিক সমাধানের অধ্যয়ন।
কীভাবে ভুলে যাই বলুন দেখি,
কিছুক্ষণ আগেও ভ্রান্ত প্রস্তাবের মুখোমুখি!
এরজন্য আমি করতে পারি তারতম্য,
সেজন্য বাধা পেরিয়ে আজ অদম্য।
যেতে প্রস্তুত চূড়ান্ত রণ মাঠে,
যাতে যত্রতত্র হাসি ফুটে ওঠে।
আমি চাই! চাই এই দেশে,
আমি আছি, অবশ্যই আছি পাশে।
চলতে পারে যাতে যেকেউ নির্বিঘ্নে,
শ্রেষ্ঠ মানবের বেশে আচার-আচরনে।
আমি যা সমর্থন করি না,
কেন তবে জড়িয়ে এমন ভাবনা!
অতি জড়তা আছে, খুব অজ্ঞতা,
সহজে পেতে ইচ্ছুক স্বচ্ছলতা, পরিপূর্ণতা।
কিছু নেই, ধারে কাছেও নেই,
দেখে বুঝে না অবাক এই!
একবার জাগ্রত হই, আবার নিদ্রায়,
অলস, সক্রিয় নই তাই পিছায়।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯
বেলা শেষে বলেছেন: Brother your writing is perfect writing....
Salam & Respect to you,
up to next time.