নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

জানে বোকা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

যারা আমাকে জানে, জানে বোকা,

সবসময় বলি,অনুভব অসুখী সর্বত্র !

সত্যি খুঁজে পাওয়া খুব কঠিন,

যদিও পৃথক করতে পারি ভুল।

দেখ আমার প্রোফাইল ছবি,

কিছুটা উজ্জ্বল কিন্তু এটা আসল।

স্মার্ট না, বুদ্ধিমান দেখায় না

হাসির আদলে মিশ্রিত যাতনা!

কারো কাছে গুরুত্বপূর্ণ না।

আমি দেখতে খারাপ নই,

প্রথমে পর্যালোচনা করে নাও।

আসল কথা, আমার সম্পদ নেই

দুর্বলতা আছে বিদেশী মেয়ের প্রতি

যে আকর্ষণ করে আরো দোভাষী

আরো যার ভিন্ন ভাষা

জ্যেষ্ঠতা আছে কিনা জানি না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.