নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
অগণিত যুবকের হাতে লগি-বৈঠা,
ওরা বৃত্ত আকারে, উন্মত্তে ওঠা!
গোলকের মধ্যে যে, সে শিকার,
প্রায় প্রতিজন করচ্ছে এলোপাতাড়ি প্রহার!
দৌড়ে যাচ্ছে যেদিকে বাঁচতে-উপুত-
হয়ে পরেছে দপাস্! উপর্যুপরি আঘাত!
লাফ দিয়ে এসে পিঠে একজন-
মারলো লাথি; থেমে নেই তখন...
ছিন্নবিচ্ছিন্ন পাঞ্জাবী, রক্তাক্ত শরীর-মুখমন্ডল,
দীপ্ত হৃদয় তবুও ওঠে বসল,
হাত দিয়ে ঠিকানোর চ্ষ্টে করছে,
পথে মানুষের লাল রং ছড়াচ্ছে...!
অদূরে উৎকণ্ঠা; নির্বাক চেয়ে থাকা,
কারো গায়ে প্রতীক ... আঁকা!
পেটাতে পেটাতে থেঁতলানো, নিথর দেহ...
উল্লসিত প্রত্যেকে, ছারলো না কেহ!
মৃতের বুকে উটে, দারিয়ে ওঠে,
... ... শ্লোগান গর্বিত কণ্ঠে!
ক্রোধ করবেন না দয়াকরে কেউ!!!
©somewhere in net ltd.