নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

বাধার রুপক

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০১



যথেষ্ট সঙ্গতি, স্পষ্ট বাধার রুপক

রমণীদের হাবভাব'র আড়ালে চতুর চমক!

যদিও আকৃষ্ট হই, সংযম এখনো

কিন্তু বিচিত্র না যে, জড়ানো!

যতটুকু জেনেছি 'সূরা নূর-ইউসুফ

ইচ্ছে হলেও, সীমালংঘনে বুক ধুপধুপ!

নিখুত সুন্দর জীবন বৃত্তান্তের গাথন

বর্ণের সূক্ষ প্রয়োগে সাজানো কথন!

অসংখ্য ব্যক্তির অসাধ্য, পারতে এমন

দূরদর্শী দীর্ঘ মেয়াদী স্বপ্নের বুনন।

খুটে... দেখে এলো চোখে জল

বাড়ির স্তরে... স্মৃতি, প্রজন্ম ফল!

অসামঞ্জস্যে ক্রমাগত পাচ্ছি ক্রোধে সাজা

তজ্জন্য হচ্ছি তেজোময়, একদম তাজা!

দুঃখ এইটুকু কোন ব্যক্তির দোষ

সবশুদ্ধ ভেবে ক্রোধে অযথা ফোঁস...!

ইচ্ছাকৃত না এমন কিছু ভুল

সেজন্য নিচ্ছে স্ব-ইচ্ছা, বানাচ্ছে পুতুল!

স্বজনের আকাংখা যাতে হই মত্ত

এইসময় হচ্ছে সংগমের জন্য উপযুক্ত!

উদাসীন স্বীয়, অন্যেরা অবলোকন করে

সেই সুযোগে কৌশলে কাতরের তরে;

অনেকে দিতে চায় যাচ্ছে তাই;

বুঝে উত্তম কৌশলে এিড়িয়ে যাই!

বহু রুপ দেখলাম, নির্লজ্জ্য রুপ

রাগলেও সমস্যা, থাকলেও যত চুপ!

যাইহোক, প্রথম অপলক দেখা সাহসে

অভয়ে পছন্দমত অনুভূতি তবুও রহস্যে!

‘অর্পার’ সাথে‌‌‌‌‌‍ হাস্যজ্জ্বল তাকিয়ে শরমে

একত্রে আনন্দিত শৌর্যে-বীর্যে, চরমে!

কিছুটা আপত্তি আছে কিছু কারণে

নিশ্চয়ই শুধরাবে এলে প্রকৃত জ্ঞানে!





মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

২| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অন্যরকম সুন্দর++

৩| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:২২

কলমের কালি শেষ বলেছেন: কিছুটা আপত্তি আছে কিছু কারণে
নিশ্চয়ই শুধরাবে এলে প্রকৃত জ্ঞানে...এটাই আসল কথা । সুন্দর লেখনী । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.